• +91 6291642485
  • 6291642485
Banner

খেলার বিভাগ > ফুটবল

পিএসজির জার্সিতে শেষ ম্যাচ খেললেন মেসি

 ক্লেরেমন্টের বিরুদ্ধে ৩-২ গোলে হেরে গেল পিএসজি।

পিএসজির জার্সি গায়ে শেষবারের মতো মাঠে নামলেন লিওনেল মেসি। তবে শেষটা ভালো হল না মেসির। লিগ শিরোপা জিতলেও জয় দিয়ে পিএসজি অধ্যায়ের শেষ করতে পারলেন না আর্জেন্তিনার সুপার স্টার। ক্লেরেমন্টের কাছে হেরে গেল পিএসজি। শনিবার  লিগ ওয়ানের খেলায় ক্লেরেমন্টের বিরুদ্ধে ৩-২ গোলে হেরে গেল পিএসজি। সার্জিও রামোস ও কিলিয়ান এমবাপ্পের গোলে এগিয়ে যাওয়ার পর তিন গোল হজম করে ক্রিস্তফ গালতিয়েরের দল। 

শুক্রবারই পিএসজির কোচ ক্রিস্তফ গালতিয়ের নিশ্চিত করেছিলেন, ক্লেরেমন্টের বিপক্ষে ম্যাচটিই পিএসজির জার্সিতে মেসির শেষ ম্যাচ হতে চলেছে। কিছুদিন থেকেই গুঞ্জন ছিল পিএসজির সঙ্গে আর চুক্তি নবায়ন করবেন না মেসি। অবশেষে সে গুঞ্জনই সত্য হল। প্যারিসিয়ানদের জার্সিতে শেষ ম্যাচটা খেলে ফেললেন ৩৫ বছর বয়সি মহাতারকা। শেষ হল পিএসজিতে মেসির দুই বছরের অধ্যায়।

     

বিজ্ঞাপন

Goto Top