ইউরোপীয় লিগে মেসির ৪৯৬ গোল।
শনিবার রাতে মেসির গোলেই স্ট্রাসবার্গের বিরুদ্ধে ১-১ গোলে ড্র করেছে মেসির ক্লাব পিএসজি । যার ফলে তাঁদের ফরাসি লিগ জয় নিশ্চিত হয়ে গেল। লিগজয়ের ম্যাচে পিএসজির হয়ে একমাত্র গোলটি করেন লিও। এটি ইউরোপীয় লিগে মেসির করা ৪৯৬তম গোল। যা কিনা রেকর্ড।
এর আগে আর কোনও তারকা ইউরোপের সেরা পাঁচ লিগে সম্মিলিতভাবে এত গোল করতে পারেননি।ইংলিশ প্রিমিয়ার লিগ, লা লিগা , বুন্দেশলিগা, সিরি আ এবং ফরাসি লিগ। এই পাঁচটি লিগকে ইউরোপের সেরা পাঁচ ক্লাব ফুটবল লিগ হিসাবে ধরা হয়। মেসি এই পাঁচ লিগের মধ্যে দুটিতে খেলেছেন। প্রথমে বার্সেলোনায় এবং পরে পিএসজিতে। দুই ক্লাব মিলিয়ে তাঁর মোট গোল সংখ্যা দাঁড়াল ৪৯৬টি।