• +91 6291642485
  • 6291642485
Banner

খেলার বিভাগ > ফুটবল

বার্সেলোনাতে ফিরছেন মেসি!

কয়েক দিনের মধ্যেই জানা যাবে। 

ফের বার্সেলোনায় ফিরছেন লিওনেল মেসি! বাবা জর্জ জানালেন, বার্সেলোনার সঙ্গে কথাবার্তা চলছে। তবে এখনও কিছু চূড়ান্ত হয়নি। মেসির ইচ্ছা বার্সেলোনাতেই ফেরার। আর্থিক সমস্যাই মূল বাধা। তাঁর সামনে সৌদি আরবের আল হিলালের মোটা আর্থিক প্রস্তাব রয়েছে।

বার্সেলোনার সভাপতি জোয়ান লাপোর্তার বাড়িতে বৈঠক করেন জর্জ। তার পরে সাংবাদিকদের বলেছেন, “লিও বার্সেলোনাতে ফিরতে চায়। আমারও ভাল লাগবে ও বার্সেলোনায় ফিরলে। আমরা আত্মবিশ্বাসী। বার্সেলোনা একটা বিকল্প তো বটেই। কিন্তু লিওর ভবিষ্যৎ কয়েক দিন পরেই জানা যাবে।”

     

বিজ্ঞাপন

Goto Top