বিশ্বকাপে বড় অঘটন!
সৌদি আরবের কাছে অপ্রত্যাশিত হার! যা কিনা কেউ কোনওদিন কল্পনা করতে পারেননি। সেটাই হয়েছে বিশ্বকাপে।আরবের কাছে ২-১ গোলে হেরে গিয়েছে আর্জেন্টিনা। লিওনেল চূড়ান্ত ফ্লপ।পেনাল্টি থেকে গোল করা ছাড়া মেসির আর তেমন উল্লেখযোগ্য অবদানও নেই এদিনের ম্যাচে। ম্যাচ হেরে স্বভাবতই হতাশ তিনি। হারের পপে মেসি বলেই দিলেন, ‘আমরা শেষ হয়ে গিয়েছি মনে ।এইভাবে শুরুটা করতে চাইনি। জিততে চেয়েছিলাম’ কিন্তু নায়কদের তো আর হতাশ হলে চলে না। ঘুরে দাঁড়াতে হয়, সতীর্থদের তাতাতে হয়। তাই পরক্ষণেই আর্জেন্টিনার অধিনায়ক বলে দিচ্ছেন, ‘এই হার অত্যন্ত বেদনার হার। কিন্তু নিজেদের একাত্মতা ধরে রাখতে হবে আমাদের। মানসিক ভাবে শান্ত থাকতে হবে। এখন মেক্সিকোকে হারানোর প্রস্তুতি শুরু করতে হবে।’