• +91 6291642485
  • 6291642485
Banner

খেলার বিভাগ > ফুটবল

চ্যাম্পিয়ন্স লিগে নেইমারদের গ্রুপে মুম্বই সিটি এফসি

এএফসি কাপে মোহনবাগান ‘ডি’ গ্রুপে। 

এএফসি চ্যাম্পিয়ন্স লিগে খেলতে ভারতে আসতে পারেন ব্রাজিলীয় ফুটবল তারকা নেইমার। তাঁর বর্তমান ক্নাব সৌদি আরবের আল হিলাল যেহেতু চ্যাম্পিয়ন্স লিগে মুম্বই সিটি এফসি-র সঙ্গে একই গ্রুপে রয়েছে, তাই এই ক্লাবের সঙ্গে অ্যাওয়ে ম্যাচ খেলতে নেইমারের ভারতে আসার সম্ভাবনা অবশ্যই রয়েছে।  

বৃহস্পতিবার কুয়ালালামপুরে এশিয়ার সবচেয়ে বড় ক্লাব লিগের গ্রুপবিন্যাস হয়ে গেল। ড্রয়ের মাধ্যমে হওয়া এই ড্রয়ে গতবারের আইএসএল লিগশিল্ডজয়ী মুম্বই সিটি এফসি জায়গা পেল গ্রুপ ডি-তে, যে গ্রুপে রয়েছে নেইমারের আল হিলাল। পুনের বালেওয়াড়ি স্টেডিয়াম যেহেতু এ বার চ্যাম্পিয়ন্স লিগে মুম্বই সিটি এফসি-র হোম, তাই এই মাঠেই হয়তো নেইমারের ফুটবলের জাদু সচক্ষে দেখার সুযোগ পাবেন তাঁর ভক্তরা।

মুম্বই সিটি এফসি এই নিয়ে দ্বিতীয়বার এএফসি-র সেরা ক্লাব প্রতিযোগিতায় অংশ নেবে। গতবার তারা গ্রুপ পর্ব থেকেই বিদায় নেয়। সে বার গ্রুপে তারা দু’নম্বরে ছিল এবং অল্পের জন্য দ্বিতীয়দের মধ্যে সেরা তিনের অন্যতম হিসেবে নক আউট পর্বে উঠতে পারেনি। মুম্বই সিটি এফসি-ই প্রথম ভারতীয় ক্লাব দল, যারা চ্যাম্পিয়ন্স লিগে ম্যাচ জিতেছে।  অন্য দিকে, এ দিন এএফসি কাপেরও গ্রুপ বিন্যাস হয়ে গেল। প্রত্যাশামতোই এএফসি কাপের গ্রুপ পর্বে ওডিশা এফসি, বসুন্ধরা কিংস ও মাজিয়া এসআরসি-র সঙ্গে রয়েছে মোহনবাগান সুপার জায়ান্ট। তারা রয়েছে ‘ডি’ গ্রুপে।

     

বিজ্ঞাপন

Goto Top