১-৩ ফলে হার এমবাপেদের।
সময় খারাপ হলে বুঝি এমনই হয়। লা লিগায় ‘এল ক্লাসিকো’য় বার্সেলোনার কাছে বিধ্বস্ত হওয়ার পর ব্যালন ডি’অর–বিপর্যয়। ঘুরে দাঁড়ানোর জন্য রিয়াল মাদ্রিদের প্রয়োজন ছিল দুর্দান্ত একটি জয়। কিন্তু মঙ্গলবার রাতে ঘরের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে চ্যাম্পিয়নস লিগের ম্যাচে এসি মিলানের বিপক্ষে ১-৩ ফলে হেরেছে তারা। ঘরের মাঠে এই নিয়ে রিয়ালের টানা দুই হার! সব মিলিয়ে চলতি মরসুমে এটি রিয়ালের তৃতীয় হার।
ম্যাচের শুরুতেই পরপর দুটি সুযোগও তৈরি করে রিয়াল। যদিও অল্পের জন্য গোল দুটি মিস করেন এমবাপে। কিন্তু ১২ মিনিটে মাদ্রিদকে চুপ করিয়ে কর্নার থেকে উড়ে আসা বলকে হেডে জালে জড়িয়ে অতিথিদের এগিয়ে দেন মালিক থিয়াও।
যদিও ২৩ মিনিটে পানেনকা শটে পেনাল্টি থেকে গোল করে রিয়ালকে সমতায় ফেরান ভিনিসিয়াস। সমতায় ফিরে রিয়াল চেষ্টা করছিল এগিয়ে যাওয়ার। তবে মিলানের রক্ষণের দৃঢ়তায় খুব বেশি সুবিধা করতে পারছিল না তারা। উল্টে ৩৮ মিনিটে ফের রিয়ালের সেকেন্ড বল বিপন্মুক্ত করার ভুলেই মিলানকে গোল করে এগিয়ে দেন আলভারো মোরাতা। ৪৩ মিনিটে বল পেয়ে দারুণ গতিতে মিলানের বক্সের ঢুকে শট নেন এমবাপ্পে। তবে মিলান গোলরক্ষক মাইক মানিয়াঁর দৃঢ়তায় সমতায় ফেরা হয়নি রিয়ালের। পিছিয়ে থেকেই বিরতিতে যেতে হয় রিয়ালকে।
বিরতির পর দুটি পরিবর্তন আনে রিয়াল। অরেলিয়েঁ চুয়ামেনির জায়গায় আসেন ব্রাহিম দিয়াজ এবং ফেদে ভালভের্দের জায়গায় আসেন এদুয়ার্দো কামাভিঙ্গা। দুই পরিবর্তন নিয়ে শুরু থেকেই গোলের জন্য ঝাঁপিয়ে পড়ে রিয়াল। দ্রুত সুযোগও তৈরি করে। তবে তা গোলের জন্য যথেষ্ট ছিল না। অন্যদিকে একের পর এক প্রতি–আক্রমণে রিয়ালকে কাঁপিয়ে দিতে থাকে মিলান। ফের রিয়াল রক্ষণের দুর্বলতাকে উন্মোচিত করে তিজানি রেইনডার্স আরেকবার এগিয়ে দেন মিলানকে।