ম্যাচটি হবে ১৫ এপ্রিল।
ইন্ডিয়ান সুপার লিগে মোহনবাগান সুপার জায়ান্টের শেষ ম্যাচটির দিন ও সময় পরিবর্তন করা হল। ম্যাচটি হওয়ার কথা ছিল ১৪ এপ্রিল, বিকেল পাঁচটা থেকে। কিন্তু তা এক দিন পিছিয়ে দেওয়া হল। অর্থাৎ, ম্যাচটি হবে ১৫ এপ্রিল। কিক-অফের সময়ও পরিবর্তন করা হয়েছে। বিকেল পাঁচটার জায়গায় তা হবে সন্ধ্যা সাড়ে সাতটা থেকে।
ভারতীয় দলের বিশ্বকাপ বাছাই পর্বের দুটি ম্যাচের জন্য আইএসএলে আপাতত যে বিরতি চলছে, সেই বিরতির আগে শেষ ম্যাচে কেরালা ব্লাস্টার্সের বিরুদ্ধে ৪-৩-এ জিতে লিগ টেবলের দুই নম্বরে রয়েছে মোহনবাগান। তখন গোল পার্থক্যের বিচারে মুম্বই সিটি এফসি ছিল এক নম্বরে।