চাপ নিয়ে চিন্তায় নেই সবুজ-মেরুন কোচ।
গত কয়েক মরশুমে যে ধারাবাহিক সাফল্য পেয়ে এসেছে সবুজ-মেরুন শিবির, সেই সাফল্য বজায় রাখার বড় চ্যালেঞ্জ তাঁর সামনে। গত কয়েক মরশুম ধরে সাফল্যের স্বাদ পেয়ে আসা সমর্থকদের আকাশছোঁয়া প্রত্যাশা পূরণ করার চ্যালেঞ্জও তাঁর সামনে। এই সব কঠিন চ্যালেঞ্জ নিয়ে যে খুব একটা চাপে নেই তিনি, তা স্পষ্ট জানিয়ে দিলেন মোহনবাগানের নতুন স্প্যানিশ কোচ। তাঁর লক্ষ্য একটাই, প্রতি ম্যাচে জয়, সে আইএসএল হোক বা এএফসি চ্যাম্পিয়ন্স লিগ বা ডুরান্ড কাপ। তিনি চান দল প্রতি ম্যাচে জয়ের লক্ষ্য নিয়েই মাঠে নামুক।
মঙ্গলবার কলকাতায় মোহনবাগান সুপার জায়ান্ট আয়োজিত এক সাংবাদিক বৈঠকে মোলিনা বলেন, “এখানে এটিকে-র কোচ হিসেবে কাজ করে গিয়েছি। এখন মোহনবাগানের কোচ হয়ে এসেছি। শুধু ভারত নয়, এশিয়ার অন্যতম সেরা ক্লাব এই মোহনবাগান। প্রচুর ইতিহাস আছে এই ক্লাবের। লক্ষ লক্ষ সমর্থক রয়েছে। এটা আমার কাছে একটা বড় চ্যালেঞ্জ। আমি জানি মোহনবাগান সমর্থকেরা শুধু ট্রফি জিততে চায়। আমি এবং দলের খেলোয়াড়রাও তাই চাই। আমরা প্রতি ম্যাচেই জিততে চাই। যদিও প্রতি ম্যাচ জেতা কঠিন। তবে চেষ্টা অবশ্যই করব। সে জন্য আমাদের পরিশ্রম করতে হবে। ক্লাবের সঙ্গে যুক্ত সবাইকে খুশি করতে চাই। এটাই তো চ্যালেঞ্জ”।
কিন্তু সারা বিশ্বজুড়ে মোহনবাগানের যে লক্ষ লক্ষ সমর্থক রয়েছে, তাদের প্রত্যাশা পূরণ করার চাপ সামলাবেন কী করে? এই প্রশ্নের উত্তরে স্প্যানিশ কোচের জবাব, “জানি খুব চাপ থাকে। সমর্থকদের আকাশছোঁয়া প্রত্যাশা থাকে। আমি ১৫ বছর ধরে কোচিং করছি। কোনও কোনও জায়গায় খুব বেশি চাপ থাকে। তবে কমবেশি চাপ সব ক্লাব বা দেশেই থাকে। আমি এ সবে অভ্যস্ত। এটাই আমার জীবন। সে জন্য প্রতিদিন নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করব। দলের ফুটবলাররা যাতে মাঠে নিজেদের সেরাটা দিতে পারে, সে জন্য তাদের সবরকম ভাবে সাহায্য করব। চাপ আমার কাছে সমস্যা নয়। চাপ কাটানোর জন্য কী করতে হবে, তা জানা আছে আমার”।