হার জাপানের।
কাতার বিশ্বকাপে ফের আঘটন। সেই অঘটনের শিকার হল বেলজিয়াম। বিশ্বের অন্যতম শক্তিধর দেশ বেলজিয়ামকে ২-০ গোলে হারিয়ে দিল মরক্কো
আর্জেন্টিনা, জার্মানির পরে এবার অপ্রত্যাশিত ভাবে হেরে গেল বেলজিয়াম। কেভিন দ্য ব্রুইনদের জোড়া গোলে হারিয়ে দিল মরক্কো। আফ্রিকার এই দেশটির জয়ে জমে গেল বিশ্বকাপের গ্রুপ এফ-এর লড়াই। কারণ বেলজিয়ামকে উড়িয়ে দিয়ে এই গ্রুপের শীর্ষে উঠে এল মরক্কো। শেষ ষোলোতে ওঠার লড়াইয়ে সকলকে পিছনে ফেলে দিল তারা। পরের রাউন্ডে যেতে হলে ক্রোয়েশিয়াকে হারাতেই হবে বেলজিয়ামকে।
অন্যদিকে, বিশ্বকাপের অপর ম্যাচে কানাডাকে ৪-১ গোলে উড়িয়ে দিয়েছে ক্রোয়েশিয়া। পাশাপাশি প্রথম ম্যাচে জার্মানিকে হারিয়ে চমক দিলেও দিনের প্রথম ম্যাচে কোস্টারিকার কাছে ১-০ গোলে হেরে গিয়েছে জাপান।