• +91 6291642485
  • 6291642485
Banner

খেলার বিভাগ > ফুটবল

বিশ্বকাপ থেকে বিদায় নিল স্পেন

কোয়ার্টার ফাইনালে মরক্কো। 

 

বিশ্বকাপে ফের অঘটন। এবার বিশ্বকাপে প্রি-কোয়ার্টার থেকে বিদায় নিল ফেভারিট স্পেন। নির্ধারিত সময়ে ম্যাচের ফল ছিল গোলশূন্য। ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে। শেষ পর্যন্ত টাইব্রেকারে ৩-০ ফলে হেরে বিশ্বকাপ থেকে ছিটকে গেল লুই এনরিকের দল।

এবারের বিশ্বকাপে অঘটন ঘটিয়ে তো চমক দিয়েছিল মরক্কো বেলজিয়ামকে হারানো থেকে ক্রোয়েশিয়ার মতো শক্তিশালী দলকে পিছনে ফেলে গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে নকআউট নিশ্চিত করেছিল তারা তাই বড় দলের বিরুদ্ধে তারা যে তুলনামূলক দুর্বল, এমনটা বলার সাহস পাননি বিশ্লেষকরাও আর সেই কারণেই জমে উঠেছিল প্রি-কোয়ার্টারের লড়াই স্পেনের বিরুদ্ধেও যে চোখে চোখ রেখে লড়াই করা যায়, এবং জেতা যায়, সেটাই প্রমাণ করল অ্যাটলাস সিংহরা প্রথমবার বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে পৌঁছনোর নজির গড়ল মরক্কো।

 

     

বিজ্ঞাপন

Goto Top