• +91 6291642485
  • 6291642485
Banner

খেলার বিভাগ > ফুটবল

ছেলেরা মানসিক ভাবে ক্লান্ত হয়ে পড়েছিল: হাবাস

আইএসএল ফাইনালে হার মোহনবাগানের

আইএসএল ফাইনালে তাদের হারিয়ে কাপ জেতার জন্য মুম্বই সিটি এফসি-কে অভিনন্দন জানালেন মোহনবাগান এসজি-র কোচ আন্তোনিও লোপেজ হাবাস। ফাইনালে যে তাঁর দল একেবারেই ভাল খেলতে পারেনি এবং মুম্বই সিটি এফসি-র কাছে সব দিক থেকেই পরাস্ত হয়েছে, তাও মেনে নেন তিনি।

শনিবার যুবভারতী ক্রীড়ঙ্গনে আইএসএল ফাইনালে প্রথমে ৪৪ মিনিটের মাথায় জেসন কামিংসের গোলে এগিয়ে যায় কলকাতার দল। দ্বিতীয়ার্ধে, ৫৩ মিনিটের মাথায় জর্জ পেরেইরা দিয়াজ সমতা আনেন এবং ৮১ মিনিটের মাথায় বিপিন সিং ব্যবধান বাড়ান। বাড়তি সময়ের সাত মিনিটের মাথায় জাকুব ভইতুস তাদের জয় সুনিশ্চিত করে।

তিন সপ্তাহ আগেই লিগের শেষ ম্যাচে যে মুম্বইকে নিজেদের মাঠে হারিয়ে শিল্ড জিতে নিয়েছিল মোহনবাগান এসজি, সেই মুম্বই এদিন নিজেদের পারফরম্যান্সে অভাবনীয় উন্নতি ঘটিয়ে কাপ জিতে মাঠ ছাড়ে। প্রথমার্ধে মোহনবাগান কিছুক্ষণের জন্য দাপুটে পারফরম্যান্স দেখালেও দ্বিতীয়ার্ধে ঘুরে দাঁড়ায় অতিথিরা এবং বাজিমাত করে।

হারের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে হেড কোচ হাবাস বলেন, “আমরা এগিয়ে গেলেও প্রতিপক্ষের চেয়ে ভাল খেলতে পারিনি। মুম্বই আমাদের চেয়ে ভাল খেলেছে। সে জন্য ওদের অভিনন্দন। ওদের আমরা চাপে ফেলতেই পারিনি। মুম্বই বরং অনেক সোজা ও স্বাভাবিক ফুটবল খেলেছে। আমরা ওদের চাপে ফেলার সুযোগই পাইনি। ওরা ডিফেন্স করার পর বারবার আক্রমণে উঠেছে। কিন্তু আমরা ওদের আটকাতে পারিনি। নিজেদের বক্সে ওদের আটকানো উচিত ছিল আমাদের। কিন্তু আমরা তা পারিনি। এটা ওদের কৃতিত্ব অবশ্যই। আমাদের আরও সঙ্ঘবদ্ধ হয়ে খেলা উচিত ছিল”।

কোচের ধারণা, নাগাড়ে চাপ নিয়ে খেলে মানসিক ভাবে ক্লান্ত হয়ে পড়েছিলেন তাঁর দলের খেলোয়াড়রা। এই প্রসঙ্গে তিনি বলেন, “আমরা নাগাড়ে পাঁচটা ফাইনাল খেলেছি। পাঞ্জাবের বিরুদ্ধে, বেঙ্গালুরুর বিরুদ্ধে, লিগের শেষ ম্যাচে মুম্বইয়ের বিরুদ্ধে, তার পরে ওডিশার বিরুদ্ধে সেমিফাইনালে এবং আজ ফাইনালে। আমাদের ছেলেরা তাই মানসিক ভাবে ক্লান্ত হয়ে পড়ে। এ ছাড়া মুম্বই খেলার মাঝে একাধিক ভাল ভাল সিদ্ধান্ত নিয়েছে। যা আমরা পারিনি”।

     

বিজ্ঞাপন

Goto Top