• +91 6291642485
  • 6291642485
Banner

খেলার বিভাগ > ফুটবল

সোমবার  মামলার শুনানি

সঙ্কট মিটে যাবে এই ব্যাপারে কেন্দ্র খুবই আশাবাদী।

ভারতীয় ফুটবলে ফিফার নির্বাসন নিয়ে গতকালই আদালতে দ্রুত শুনানির আর্জি জানিয়েছিল কেন্দ্র আজ,বুধবার শুনানি শুরুও হয়েছিল কিন্তু কেন্দ্রের সলিসিটর জেনারেল তুষার মেহতা বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের কাছে বলেন, নির্বাসন সমস্যা মেটানোর জন্য চেষ্টা করে যাচ্ছে কেন্দ্র গতকালই (মঙ্গলবার) ফিফার প্রতিনিধির সঙ্গে দু-দুবার কথা বলেছে তারা আরও আলোচনার প্রয়োজন আছে সমস্যা মেটার ইঙ্গিত পাওয়া যাচ্ছে খুব তাড়াতাড়ি ভারতীয় ফুটবলের এই সঙ্কট মিটে যাবে এই ব্যাপারে কেন্দ্র খুবই আশাবাদী

কেন্দ্রের সলিসিটর জেনারেলের বক্তব্য শোনার পরে বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের বেঞ্চ শুনানি স্থগিত করে দেয় সোমবার এই মামলার শুনানি হবে বলে জানিয়ে দেন বিচারপতিরা

 

     

বিজ্ঞাপন

Goto Top