• +91 6291642485
  • 6291642485
Banner

খেলার বিভাগ > ফুটবল

বিশ্বকাপের গ্রুপ লিগের দুটো ম্যাচে নেই নেইমার

আপাতত দুদিনের জন্য পর্যবেক্ষণে রাখা হয়েছে পিএসজি তারকাকে।

 আশঙ্কাই সত্যি হল! চোটের জন্য গ্রুপ লিগের বাকি দুটো ম্যাচে খেলতে পারবেন না ব্রাজিলের অন্যমত সেরা তারকা নেইমার।সার্বিয়ার বিরুদ্ধে সহজ জয়ের পরও ব্রাজিল সমর্থকদের মনে কাঁটার মতো বিঁধেছিল একটি প্রশ্ন। এক আন্তর্জাতিক ফুটবল ওয়েবসাইটের দাবি অনুযায়ী, ব্রাজিলের পরের ম্যাচে পাওয়া যাবে না দলের অন্যতম স্তম্ভকেপাশাপাশি জানা যাচ্ছে তার পরের ম্যাচেও নেই নেইমার। তবে ব্রাজিল নক আউটে উঠলে নেইমারকে পাওয়া যাবে।

সূত্রের খবর, সেই ম্যাচে নেইমারের নামার কোনও সম্ভাবনা নেই। আপাতত দুদিনের জন্য পর্যবেক্ষণে রাখা হয়েছে তাঁকে। তারপর পরিস্থিতি বুঝে সিদ্ধান্ত নেওয়া হবে ব্রাজিলের ১০ নম্বর জার্সিধারী কবে মাঠে নামবেন।

     

বিজ্ঞাপন

Goto Top