আগামীর জন্য শুভেচ্ছা জানালেন।
পিএসজির জার্সিতে নিজের শেষ ম্যাচ খেলে ফেলেছেন লিওনেল মেসি।প্রিয় বন্ধুর বিদায়ে ব্যথিত নেইমার। মেসির শেষ ম্যাচও গ্যালারিতে বসেই দেখেছেন তিনি। খেলা শেষে বন্ধু মেসিকে বার্তা দিলেন নেইমার।
ইনস্টাগ্রামে তাঁর ও মেসির দু’টি ছবি দিয়েছেন নেইমার। পিএসজির সাজঘরে একে অপরকে জড়িয়ে ধরে রয়েছেন তাঁরা। ক্যাপশনে নেইমার লিখেছেন, ‘‘ভাই, যে ভাবে ভেবেছিলাম শেষটা সে ভাবে হল না। আমরা নিজেদের সেরাটা দিয়েছিলাম। তোমার সঙ্গে আরও ২ বছর একসঙ্গে কাটাতে পেরে ভাল লাগছে। আগামীর জন্য শুভেচ্ছা। আনন্দে থেকো। তোমাকে ভালবাসি।’’