• +91 6291642485
  • 6291642485
Banner

খেলার বিভাগ > ফুটবল

বেঙ্গালুরু এফসি-কে হারিয়ে সুপার কাপ জয় ওডিশা এফসির

মরিসিওর জোড়া গোল।

প্রথমবারের চ্যাম্পিয়ন বেঙ্গালুরু এফসি-কে হারিয়ে সুপার কাপ ২০২৩ জিতে নিল ওডিশা এফসি। ভারতীয় ক্লাব ফুটবলে উদয় হল এক নতুন চ্যাম্পিয়নের। পূর্ব ভারতের চারটি ক্লাব এই টুর্নামেন্টে অংশ নেয়, এটিকে মোহনবাগান, ইস্টবেঙ্গল এফসি ও জামশেদপুর এফসি সাফল্য অর্জন করতে না পারলেও পূর্বের সন্মান বজায় রাখল ওডিশা এফসি। এই প্রথম তারা কোনও সর্বভারতীয় খেতাব জিতল।

মঙ্গলবার কোঝিকোড়ের ইএমএস কর্পোরেশন স্টেডিয়ামে ওডিশা এফসি-র ব্রাজিলীয় স্ট্রাইকার দিয়েগো মরিসিওর জোড়া গোলই দলকে জয়ের পথে নিয়ে যায়। প্রথমার্ধে ১৫ মিনিটের মধ্যে এই দুই গোল করেন তিনি। লড়াইয়ে ফেরার জন্য বেঙ্গালুরুর কাছ থেকে যে চ্যালেঞ্জ আশা করা গিয়েছিল, তা এ দিন প্রায় দেখা যায়নি বললেই চলে।

বরং ম্যাচের শেষ দিকে কিছুটা নড়েচড়ে বসেন রয় কৃষ্ণারা। ৮৫ মিনিটের মাথায় পেনাল্টি থেকে গোল করে ব্যবধান কমান সুনীল ছেত্রী। এর পর সমতা আনার জন্য তাঁরা মরিয়া হয়ে উঠলেও ট্রফির গন্ধ পেয়ে যাওয়া ওডিশার রক্ষণ কার্যত দুর্ভেদ্য পাঁচিল তুলে দেওয়ায় আর লড়াইয়ে ফিরে আসা সম্ভব হয়নি তাদের পক্ষে।   

এই খেতাব জয়ের ফলে এএফসি কাপের গ্রুপ লিগে যোগ্যতা অর্জন করার জন্য প্লে-অফে খেলার সুযোগও অর্জন করে নিল কলিঙ্গ বাহিনী। এই প্লে-অফে তারা গোকুলাম কেরালা এফসি-কে হারাতে পারলেই পেয়ে যাবে আগামী মরশুমে এএফসি কাপের গ্রুপ লিগের টিকিট।

     

বিজ্ঞাপন

Goto Top