হতাশায় লাল-হলুদ সমর্থকরা।
হারের ডাবল হ্যাটট্রিক করে ফেলল ইস্টবেঙ্গল। মঙ্গলবার আইএসএলে ওড়িশা এফসির বিরুদ্ধে ২-১ গোলে হেরে গেল লাল হলুদ। নতুন কোচ এসেও ভাগ্য বদলাতে পারল না ইস্টবেঙ্গলের।
ডার্বি হারের দুঃখ ভুলে ওড়িশার বিরুদ্ধে খেলতে নেমেছিল ইস্টবেঙ্গল। প্রথমে সুযোগও তৈরি করেছিল তারা কিন্তু গোল আসেনি। উল্টে গোল খেয়ে বসে ইস্টবেঙ্গল। ম্যাচের ২২ মিনিটে রয় কৃষ্ণ গোল করে ওড়িশাকে এগিয়ে দেন। তবে প্রথমার্ধের শেষ মুহূর্তে ওড়িশার থইবা সিং বক্সের মধ্যে হ্যান্ডবল করলে শিকে ছেঁড়ে অস্কার ব্রুজোর দলের। পেনাল্টি থেকে গোল করে ইস্টবেঙ্গকে সমতায় ফেরান দিমিত্রিয়স। তবে ৬৯ মিনিটে মৌরতোদা হেড করে ওড়িশাকে এগিয়ে দেন। শেষ পর্যন্ত ওই ফলে হেরে মাঠ ছাড়ে ইস্টবেঙ্গল ফুটবলাররা।