• +91 6291642485
  • 6291642485
Banner

খেলার বিভাগ > ফুটবল

পোগবার বন্ধু আসছেন মহমেডানে

সেনেগালের ওসমানে এনডিয়া।

 

দল বদলের বাজারে বড় চমক দিল মহমেডান স্পোর্টিং। মোহনবাগানের ফ্লোরেন্টিন পোগবার বন্ধু  ওসমানে এনডিয়া আসছেন সাদা-কালো ক্লাবে। ফ্লোরেন্টিন পোগবা ওসমানে ২০১৮ সালে একসঙ্গে খেলেছেন তুরস্কের ক্লাব গ্যাঞ্চলারবেরলিতে।দলের রক্ষণভাগ শক্তিশালী করতে ওসমানেকে নিয়ে আসছে মহমেডান।

সেনেগালের ৩০ বছরের ডিফেন্ডার ফ্রান্সের অলিম্পিক লিয়ঁ- যুব অ্যাকাডেমি থেকে উঠে এসেছেন। ফরাসি লিগ টায়ার টু, তুরস্কের সুপার লিগ, এমনকী মলডোভা, কাজাখস্তানের টপ ডিভিশনেও খেলেছেন ওসমানে।পোগবার প্রাক্তন বন্ধু আসার পরে দলের রক্ষণ আরও মজবুত হবে বলে মনে করছে মহমেডান শিবির। উল্লেখ্য, এর আগে মাঝমাঠকে শক্তিশালী করতে তাজিকিস্তানের জাতীয় দলের ফুটবলার নুরিদ্দিন ডাভরোনভকে দলে নিয়েছে মহমেডান।

 

     

বিজ্ঞাপন

Goto Top