সমর্থকদের জন্য খেলতে চান।
কলকাতা, বেঙ্গালুরুর পর তিনি এখন কেরালায়। মঞ্জাপ্পাড়া ফ্যানদের মন জয় করার জন্য সই করেছেন কেরালা ব্লাস্টার্সে। চারবার হিরো আইএসএল ফাইনাল খেলা এই বঙ্গতারকা এখন সেখানকার সমর্থকদের উন্মাদনায় ইন্ধন জোগাতে চান।
কেরালার ব্লাস্টার্স এফসি-তে সই করার পর এটিকে মোহনবাগানের প্রাক্তন উইঙ্গার বলেছেন, “সমর্থকদের যেমন আমি খুবই পছন্দ করি, তেমনই সমর্থকেরাও আমাকে খুবই পছন্দ করেন। যেখানেই গিয়েছি, সে কলকাতা হোক বা বেঙ্গালুরু, সমর্থকদের কাছ থেকে অফুরান ভালবাসা পেয়েছি। কেরালার ফুটবল-পাগল সমর্থকদের কাছ থেকে আরও ভালবাসা পাব, এই আশা নিয়েই কেরালা ব্লাস্টার্সে সই করেছি”।
বেঙ্গালুরু থেকে কলকাতায় না ফিরে কেন কেরালার ক্লাবে যোগ দিলেন? এই প্রশ্নের উত্তরে প্রবীর বলেন, “যে ক্লাবের কাছ থেকে সন্মান পেয়েছি, তাদের কর্মকর্তা, কোচেরা মন থেকে চেয়েছেন আমি তাদের দলে যোগ দিই, সেই ক্লাবেই সই করা ভাল বলে মনে হয়েছে। তা ছাড়া এখানকার সমর্থকেরা তো রয়েছেনই। কেরালা ব্লাস্টার্স যেখানেই খেলে, সারা গ্যালারি হলুদ হয়ে যায়। এই ব্যাপারটা আমাকে খুব মোটিভেট করেছে”।
কেরালা ব্লাস্টার্সের সমর্থকদের সামনে মাঠে নামার জন্য ছটফট করছেন প্রবীর। বলেন, “ওদের সামনে মাঠে নেমে নিজের সেরা পারফরম্যান্স দেখানোর জন্য মুখিয়ে রয়েছি। মোটিভেশন জোগানোর কাজটা সমর্থকদের চেয়ে ভাল আর কেউ করতে পারে না। হারা ম্যাচও জিতিয়ে দিতে পারে ওরা। কেরালা ব্লাস্টার্সের সমর্থকেরা অনেকটা সে রকমই। পাগলের মতো সমর্থন করে। তাই ওদের সামনে খেলার জন্য আমি তৈরি। ওদের সামনে মাঠে নামার জন্য তর সইছে না আর।’