২-১ গোলে হার।
প্যারিসে আতলেতিকো মাদ্রিদের কাছে শেষ মুহূর্তের গোলে ২-১ গোলে হেরেছে ফরাসি চ্যাম্পিয়ন প্যারিস সা জার্মা।
বুধবার রাতে প্যারিসে আতলেতিকো মাদ্রিদের কাছে হেরে পয়েন্ট তালিকার ২৫ নম্বরে নেমে গেছে পিএসজি। ম্যাচের ১৪তম মিনিটে জাইর-এমিরির গোলে পিএসজিই প্রথম এগিয়ে যায়। চার মিনিট বাদে আতলেতিকো সমতায় ফেরে নাহুয়েল মোলিনার গোলে।
প্রথম ১৮ মিনিটের মধ্যে হওয়া ১-১ সমতা নিয়েই ম্যাচের নব্বই মিনিট পার হয়। দুই দলের পয়েন্ট ভাগাভাগি যখন প্রায় নিশ্চিত, তখনই সংযুক্ত সময়ের তৃতীয় মিনিটে ম্যাচের শেষ কিক থেকে আক্রমণে গিয়ে আতলেতিকোকে গোল এনে দেন আনহেল কোরেয়া। স্প্যানিশ ক্লাবটি পায় তিন পয়েন্টের নাটকীয় জয়।
এরপরও অবশ্য খুব একটা স্বস্তিতে নেই দিয়েগো সিমিওনের দল। চতুর্থ ম্যাচে এসে দ্বিতীয় জয়ের দেখা পাওয়া আতলেতিকো এখন ৩৬ দলের মধ্যে ২৩ নম্বরে।