উদ্বোধনী ম্যাচে মুখোমুখি কাতার-ইকুয়েডর।
আর মাত্র কয়েক ঘম্টা। তারপরেই শুরু ফুটবলের মহাযজ্ঞ। আজ বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হচ্ছে কাতার ও ইকুয়েডর। ঘরের মাঠে সমর্থকদের সামনে ভালো ফুটবল উপহার দিতে মরিয়া কাতার। অন্যদিকে জয় দিয়ে বিশ্বকাপ শুরু করতে চাইছে ইকুয়েডর।তাই প্রথম ম্যাচ থেকেই ফুটবলের উত্তেজনা টের পাবে ফুটবল বিশ্ব।
ইতিমধ্যেই লিওনেল মেসি, ক্রিশ্চিয়ানো রোনাল্ডো থেকে নেইমাররা পৌঁচে গিয়েছে কাতারে। উদ্বোধনেও উপস্থিত থাকবে বিশ্বকাপে অংশগ্রহণকারী ৩২টি দলই্। রয়েছে জমজমাট উদ্বোধনী অনুষ্ঠান।রীতিমতো সাজ সাজ রব। বিশ্বের বিখ্যাত পপ গায়ক-গায়িকা থেকে সেলিব্রিটিরা জমায়েত হয়ে গিয়েছেন কাতারে। এ যেন চাঁদের হাট। বিশ্বকাপে এখন বল গড়ানোর অপেক্ষা।