বলা যেতে পারে মধুর প্রতিশোধ! গত মরশুমের শেষ এল ক্লাসিকোতে ঘরের মাঠে ৪-০ ফলে হেরেছিল রিয়াল। সেই হারের চমৎকার প্রতিশোধ নিল রিয়াল।রবিবারের এল ক্লাসিকো ছিল পয়েন্ট টেবিলের শীর্ষে ওঠার লড়াই। সেই ম্যাচে বার্সেলোনাকে ৩-১ গোলে হারিয়ে দিল রিয়াল মাদ্রিদ।
১২ মিনিটেই গোল করেন করিম বেনজিমা। তেকাঠি লক্ষ্য করে প্রথমে শট মারেন ভিনি। বার্সা গোলকিপার কোনওরকমে সেই শট বাঁচালেও ফিরতি শটে বল গোলের জালে জড়িয়ে দেন বেনজিমা।৩৫ মিনিটে ফের গোল খেয়ে যায় বার্সেলোনা। গোল করেন ভালভার্দে। তবে বিরতির পরে বেশ ভাল খেলতে শুরু করে বার্সা। ম্যাচের শেষের দিকে এসে বার্সার হয়ে এক গোল করেন ফেরান তোরেস।কিন্তু সংযুক্তি সময়ে ফের গোল দেয় রিয়াল। ৯১ মিনিটে রিয়ালের ব্যবধান বাড়ান রডরিগো। এই জয়ের ফলে লিগ টেবিলের শীর্ষে নিজেদের জায়গায় আরও পোক্ত করে ফেললেন আনসেলোত্তিরা।