• +91 6291642485
  • 6291642485
Banner

খেলার বিভাগ > ফুটবল

চ্য়াম্পিয়ন্স লিগে পিছিয়ে পড়েও জয় রিয়ালের

হ্যাটট্রিক ভিনিসিয়াসের 

 চ্যাম্পিয়ন্স লিগে ২-০ গোলে পিছিয়ে পড়েও ৫-২ বলে জয় পেলেন কিলিয়ান এমবাপেরা। ম্যাচে ৩০ মিনিটে বরুসিয়া ডর্টমুন্ডকে এগিয়ে দেন ড্যানিয়েল। চার মিনিট পরে জেমি ২-0 করেন।
 বিরতির সময় দুই গোলে পিছিয়েছিল রিয়াল। ৫২ মিনিটে ভিনিসিয়াস জুনিয়র ও ৬০ মিনিটে রুডিগার গোল করে রিয়ালকে সমতায় ফেরান। ৮৩ মিনিটে লুকাস ৩-২ করেন। এরপর ভিনিসিয়াস পরপর দুটি গোল করে নিজের হ্যাটট্রিক পূর্ণ করেন।

     

বিজ্ঞাপন

Goto Top