বার্সেলোনাকে ছুঁয়ে ফেলল রিয়াল।
লা লিগায় সেল্টা ভিগোকে ২-১ গোলে হারিয়ে দিল রিয়াল মাদ্রিদ। রিয়ালের হয়ে গোলদুটি করেন এমবাপে ও ভিনিসিয়াস জুনিয়র। এই জয়ের পরে ১০ ম্যাচ খেলে রিয়ালের পয়েন্ট ২৪।
ম্যাচের ২০ মিনিটে এমবাপে গোল করে রিয়ালকে এগিয়ে দেন। বিরতির সময় এক গোলেই এগিয়ে ছিল রিয়াল। বিরতির পরে অবশ্য ছন্দ নষ্ট হয় তাদের। পালটা আঘাত করে সেল্টা ভিগো। ম্যাচের ৫১ মিনিটে উইলিয়ট সুয়েটবার্গের গোলে ১-১ করে প্রতিপক্ষ। রিয়ালের হয়ে জয়সূচক গোল করে ভিনি। ৬৬ মিনিটে গোল করেন ব্রাজিলিয়ান তারকা। এই ম্যাচে রিয়ালের বয়স্ক ফুটবলার হিসাবে ৫৮ বছরের রেকর্ড ভাঙেন লুকা মদ্রিচ। ৩৯ বছর ৪০ দিন বয়সে খেলতে নেমে রেকর্ড গড়েন তিনি।