• +91 6291642485
  • 6291642485
Banner

খেলার বিভাগ > ফুটবল

ক্রিকেট থেকে অবসর রবিন উথাপ্পার

টুইটারে একটি পোস্ট করে সকলকে ধন্যবাদ জানিয়েছেন 

অবসর নিলেন রবিন উথাপ্পা। সব ধরনের ক্রিকেট থেকে সরে দাঁড়ালেন তিনি।টুইটারে একটি পোস্ট করে সকলকে ধন্যবাদ জানিয়েছেন উথাপ্পা। তিনি লিখেছেন, ‍‘আমার দেশ এবং রাজ্য কর্ণাটকের হয়ে প্রতিনিধিত্ব করতে পেরে আমি গর্বিত

পোস্টে আরও লিখেছেন, ক্রিকেটের ইনিংসের পরে তাঁর জীবনের নতুন অধ্যায় শুরু করতে চলেছেন সিএসকে ব্যাটার প্রসঙ্গত, ২০০৭ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ী ভারতীয় দলের গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন উথাপ্পা। কেকেআরকে আইপিএল জেতানোর নেপথ্যেও গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল তাঁর।২০০৬ সালে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় উথাপ্পার।

 

     

বিজ্ঞাপন

Goto Top