• +91 6291642485
  • 6291642485
Banner

খেলার বিভাগ > ফুটবল

সাফ চ্যাম্পিয়নশিপের পূর্ণ ক্রীড়াসূচী

প্রথম ম্যাচে মুখোমুখি ভারত-পাক।

আসন্ন সাউথ এশিয়ান ফুটবল ফেডারেশন (সাফ) কাপের পূর্ণাঙ্গ সূচী প্রকাশ করল আয়োজক সর্বভারতীয় ফুটবল ফেডারেশন।

এই টুর্নামেন্টে ভারত ও পাকিস্তান থাকবে একই গ্রুপে। ‘এ’ গ্রুপে তারা থাকছে কুয়েত ও নেপালের সঙ্গে। প্রথম দিনই মুখোমুখি হচ্ছে ভারত ও পাকিস্তান।

তাদের গ্রুপে ভারতই ফিফা ক্রমতালিকায় সবচেয়ে উঁচুতে থাকা দল। ভারত যেখানে ১০১ নম্বরে, সেখানে কুয়েত ১৪৩, নেপাল ১৭৪ ও পাকিস্তান ১৯৫-এ রয়েছে।

‘বি’-তে রয়েছে লেবানন (ফিফা তালিকায় ৯৯), ভুটান (১৮৫), বাংলাদেশ (১৯২) ও মলদ্বীপ (১৫৪)। চতুর্থবার দক্ষিণ এশিয়ার সর্বোচ্চ স্তরের এই আন্তর্দেশীয় টুর্নামেন্টের আয়োজন করছে।

দক্ষিণ এশিয়ার পাঁচটি দেশ ছাড়াও এই অঞ্চলের বাইরের দুই দেশ কুয়েত ও লেবানন এতে অংশ নেবে। তারা আমন্ত্রিত দল হিসেবে থাকছে। দুই গ্রুপে রাউন্ড রবিন পদ্ধতিতে খেলা হওয়ার পর প্রতি গ্রুপের সেরা দুটি দল সেমিফাইনালে পৌঁছবে। ১ জুলাই দুটি সেমিফাইনালের পর ফাইনাল হবে ৪ জুলাই।

পুরো ক্রীড়াসূচী নীচে দেওয়া হল

২১ জুন : কুয়েত বনাম নেপাল (৩.৩০), ভারত বনাম পাকিস্তান (৭.৩০)

২২ জুন: লেবানন বনাম বাংলাদেশ (৩.৩০), মলদ্বীপ বনাম ভুটান (৭.৩০)

২৪ জুন: পাকিস্তান বনাম কুয়েত (৩.৩০), নেপাল বনাম ভারত (৭.৩০)

২৫ জুন: বাংলাদেশ বনাম মলদ্বীপ (৩.৩০), ভুটান বনাম লেবানন (৭.৩০)

২৭ জুন: নেপাল বনাম পাকিস্তান (৩.৩০), ভারত বনাম কুয়েত (৭.৩০)

২৮ জুন: লেবানন বনাম মলদ্বীপ (৩.৩০), ভুটান বনাম বাংলাদেশ (৭.৩০)

১ জুলাই: সেমিফাইনাল ১ - গ্রুপ এ ১ বনাম গ্রুপ বি ২

সেমিফাইনাল ২ - গ্রুপ বি ১ বনাম গ্রুপ বি ২

৪ জুলাই: ফাইনাল

২০২১-এ মলদ্বীপে এই টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছিল ভারত। সে বার মালে-তে ফাইনালে তারা নেপালকে ৩-০-য় হারিয়ে চ্যাম্পিয়ন হয়। লিগ পর্বে তারা বাংলাদেশের সঙ্গে ১-১ ও শ্রীলঙ্কার বিরুদ্ধেও গোলশূন্য ড্র করে। অবশেষে নেপালকে ১-০ ও মলদ্বীপকে ৩-১-এ হারিয়ে লিগের এক নম্বর দল হিসেবে ফাইনালে ওঠে। সেটি ছিল ভারতের অষ্টম সাফ খেতাব। এ বার তারা নবম খেতাব জয়ের লক্ষ্যে নামবে।

     

বিজ্ঞাপন

Goto Top