হেরে পদক ছুড়ে দিলেন মোরিনহো।
উয়েফা ইউরোপা লিগের শিরোপা জিতল সেভিয়া।বুদাপেস্টের পুসকাস অ্যারেনায় বুধবার (৩১ মে) রাতের ফাইনালে রোমাকে টাইব্রেকারে ৪-১ গোলে হারিয়েছে সেভিয়া।
নির্ধারিত ৯০ মিনিটে ১-১ গোলের পর অতিরিক্ত সময়ও ওই স্কোরলাইনেই খেলা শেষ হয়। অতিরিক্ত সময়েও কোনও গোল না আসায় খেলা যায় টাইব্রেকারে। নির্দিষ্ট সময়ে খেলার নিষ্পত্তি না হওয়ায় খেলা যায় অতিরিক্ত সময়ে। সেখানেও ম্যাচের ফলাফল না আসায় টাইব্রেকারে গড়ায় খেলা। বোনো ইয়াসিনের দুর্দান্ত কিছু সেভের কাছে শেষমেশ হেরে যায় রোমা। মরিনহো স্বাদ পান ইউরোপীয় লিগে প্রথম ফাইনাল হারের। ইউরোপীয় লিগগুলোতে এর আগে পাঁচটি ফাইনাল খেলেছে মরিনহোর দল। কখনও তাতে হারেনি পর্তুগিজ কোচের দল। গত মরশুমে রোমাকে কনফারেন্স লিগের শিরোপা জিতিয়েছিলেন তিনি। এবারই প্রথমবার সেভিয়ার বিপক্ষে হারতে হল তার দলকে।