• +91 6291642485
  • 6291642485
Banner

খেলার বিভাগ > ফুটবল

নকআউটে দক্ষিণ কোরিয়া, বিদায় উরুগুয়ের

পর্তুগাল হারল ২-১ গোলে।

পর্তুগালকে হারিয়ে নকআউট পর্বে পৌঁছে গেল দক্ষিণ কোরিয়া। উরুগুয়ের সঙ্গে পয়েন্ট এবং গোলপার্থক্য সমান থাকলেও গ্রুপ পর্বে বেশি গোল করার সুবাদে গ্রুপে দ্বিতীয় স্থানে শেষ করল এশিয়ার দলটি। ফলে তৃতীয় এশীয় দল হিসাবে শেষ ষোলয় পা রাখলে কোরিয়া।

 অন্য ম্যাচে ঘানাকে  ২-০ গোলে হারালেও গোলপার্থক্যে কোরিয়াকে টপকাতে পারেনি উরুগুয়ে। ফলে পয়েন্ট এবং গোলপার্থক্য সমান থাকলেও বেশি গোল করার সুবাদে পরের রাউন্ডে চলে গেলেন সনরা।

     

বিজ্ঞাপন

Goto Top