• +91 6291642485
  • 6291642485
Banner

খেলার বিভাগ > ফুটবল

আমার উকিল আইনি নোটিসের জবাব দিয়েছে : সৃঞ্জয়

জমে উঠেছে বাগান নির্বাচন।

শুক্রবার এক পত্রিকায় প্রকাশিত ‘মোহনবাগান ভোটে উৎসাহ, দত্তকে মদত করে দখলের চেষ্টায় বিজেপি’ শীর্ষক প্রতিবেদনের প্রেক্ষিতে মোহনবাগান সচিব দেবাশিস দত্ত-র তরফ থেকে আইনি নোটিস পাঠানো হয়েছিল ওই পত্রিকাকে। আইনি নোটিসের বিষয়ে ওই পত্রিকার প্রধান সম্পাদক হিসাবে কলকাতা ক্রীড়া সাংবাদিক ক্লাবে এক অনুষ্ঠানে সৃঞ্জয় বোস বলেন, ‘ওই আইনি নোটিস পাওয়ার পরে আমার উকিল চিঠি দিয়েছে। ওরা যা কিছুই বলতে পারেন। তবে আমার উকিল সব প্রশ্নের জবাব দিয়েছে।’ শনিবার বেহালার ভারতসেরা মোহনবাগান পরিবারের টি-শার্ট উদ্বোধন অনুষ্ঠানে প্রথমে নির্বাচন নিয়ে কথা বলতে রাজি ছিলেন না বাগানের প্রাক্তন সচিব। পরে অবশ্য আসন্ন নির্বাচন প্রসঙ্গে মুখ খোলেন সৃঞ্জয়। তিনি বলেন, ‘আমরা নির্বাচনের জন্য যথাযত প্রস্তুতি নিচ্ছি। ওরাও নিচ্ছে। বাগানের সমর্থকরা আমাদের পক্ষে থাকবে এটাই আশা করছি।’ তাঁর ছোট ভাই বিরোধী শিবিরে থাকলেও চিন্তায় নেই সবুজ-মেরুনের প্রাক্তন সচিব। তিনি বলেন, ‘আমাদের পরিবারে ভাঙন ধরবে এটা মনে করি না। ছোট ভাই বিরোধী শিবিরে রয়েছে। ও এখন লন্ডনে রয়েছে। তাই কোন কাগজে কী লেখা বেরল তা নিয়ে ভাই কীভাবে জানবে। এটা নিয়ে চিন্তায় নেই আমরা।’
নির্বাচনে জিতে এলে সমর্থক ও মেম্বারদের জন্য অনেক খুশির খবর অপেক্ষা করছে বলে দাবি করেছেন সঞ্জয়। তিনি বলেন, ‘এখন ক্লাবে কেউ আসে না। আমরা যদি ব্যাডমিন্টন কোর্ট ও টেনিস কোর্ট বানাই তাহলে মেম্বাররা ক্লাবে আসবে। এছাড়া আরও বিভিন্ন রকমের পরিকল্পনা রয়েছে।’ বেহালার ভারতসেরা মোহনবাগান পরিবার প্রসঙ্গে সৃঞ্জয় বলেন, ‘এটা অনেক দিনের সংস্থা। এরা সমাজ সেবাও করে। আমার মনে হয় মোহনবাগানের একটা প্রধান কাজ হওয়া উচিত সমাজ সেবা। আগামী দিনে আরও ফ্যান ক্লাব বাড়ুক এটা আমি চাইব। ভারতসেরা মোহনবাগান পরিবারের প্রতি আমার সবুজ-মেরুন শুভেচ্ছা রইল।’ 
উল্লেখ্য, ক্লাব থেকে আইনি নোটিস পাওয়ার পরে রীতিমতো তোপ দেগেছিলেন সৃঞ্জয়। তাঁর বক্তব্য ছিল, ‘দেবাশিসবাবুর কাছে আমার বিনীত অনুরোধ, দয়া করে মোহনবাগান নির্বাচনে মিথ্যা্চার করবেন না। মোহনবাগান নির্বাচনকে কলুষিত করবেন না। দিন শেষে আমরা সবাই মোহনবাগানি।’ 

     

বিজ্ঞাপন

Goto Top