• +91 6291642485
  • 6291642485
Banner

খেলার বিভাগ > ফুটবল

এশিয়ান গেমস, বিশ্বকাপ বাছাই পর্ব নিয়ে আশাবাদী স্টিমাচ

বিশ্বকাপ বাছাই পর্বের তৃতীয় রাউন্ডে উঠতে চান ভারতীয় কোচ। 

আগামী বিশ্বকাপ ও এশিয়ান কাপের বাছাই পর্বে ভারতের গ্রুপ বিন্যাস নিয়ে অখুশি নন দলের কোচ ইগর স্টিমাচ। তাঁর মতে, ভারতীয় দল যে গ্রুপে রয়েছে, তা বেশ কঠিন। তবে এও জানিয়ে দেন যে, ওই গ্রুপে অন্তত দ্বিতীয় স্থানে থাকাই তাঁদের লক্ষ্য।

বৃহস্পতিবার দুপুরে মালয়েশিয়ায় আগামী বিশ্বকাপ ও এশিয়ান কাপের বাছাই পর্বের যে গ্রুপ বিন্যাসের পর জানা যায়, বাছাই পর্বে ভারতের গ্রুপে রয়েছে কাতার, কুয়েত ও আফগানিস্তান অথবা মঙ্গোলিয়া। ভারত যেহেতু এখন ফিফার বিশ্ব ক্রমতালিকায় প্রথম একশোর মধ্যে রয়েছে, তাই তারা সরাসরি দ্বিতীয় রাউন্ড থেকে খেলবে। চলতি বছরের ১৬ নভেম্বর থেকে বাছাই পর্বের দ্বিতীয় রাউন্ডের খেলা শুরু হবে। বাছাই পর্বে ভারতের গ্রুপে তাদের চেয়ে ক্রমতালিকায় ওপরে থাকা একমাত্র দল কাতার। বাকি দু’টি দল ক্রমতালিকায় তাদের চেয়ে নীচে রয়েছে। প্রতি গ্রুপ থেকে দুটি করে দল তৃতীয় রাউন্ডে উঠবে। এই প্রসঙ্গে সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে দেওয়া প্রতিক্রিয়ায় স্টিমাচ বলেন, “বিশ্বকাপ বাছাই পর্বের ড্র আমাদের পক্ষে খুব একটা ভাল হয়নি। কাতার এশিয়ার অন্যতম সেরা দল। ওদের বিরুদ্ধে ম্যাচটা বেশ কঠিন হবে। তবে সম্প্রতি আমরা প্রমাণ করেছি এই ধরনের শক্তিশালী দলগুলির বিরুদ্ধে আমরা খারাপ খেলি না। তিন নম্বর পাত্রের সেরা দল কুয়েতও আমাদের গ্রুপে রয়েছে। আফগানিস্তান বা মঙ্গোলিয়ার বিরুদ্ধেও খেলতে হবে আমাদের। ওদের বিরুদ্ধেও সম্প্রতি আমরা খেলেছি। তবে আমাদের গ্রুপে দ্বিতীয় স্থান পেতেই হবে। আমাদের এর জন্য ভাল রকম প্রস্তুতি নিতে হবে। এর জন্য ভারতীয় ফুটবলের সঙ্গে জড়িত সব মহলের কাছ থেকে ভরপুর সাহায্য চাই আমাদের। বিশ্বকাপ বাছাই পর্বের তৃতীয় রাউন্ডে উঠতেই হবে আমাদের”। গত বিশ্বকাপের ও আসন্ন এশিয়ান কাপের আয়োজক কাতার এখন বিশ্ব ক্রমতালিকায় ৫৯ নম্বরে রয়েছে। ভারত রয়েছে ৯৯ নম্বরে। কুয়েত ১৩৭, আফগানিস্তান ১৫৭ ও মঙ্গোলিয়া ১৮৩ নম্বরে রয়েছে। প্রথম রাউন্ডে আফগানিস্তান ও মঙ্গোলিয়ার মধ্যে লড়াইয়ে জয়ী দল উঠবে দ্বিতীয় রাউন্ডে।

     

বিজ্ঞাপন

Goto Top