• +91 6291642485
  • 6291642485
Banner

খেলার বিভাগ > ফুটবল

দলের কয়েকজন ফুটবলারের গতি দেখে অখুশি স্টিমাচ

আরও ভালো পারফরম্যান্স চান ভারতীয় কোচ। 

 

 ইন্টারকন্টিনেন্টাল কাপের প্রথম ম্যাচে দাপুটে ফুটবল খেলে জেতার পর যতটা উচ্ছ্বাস প্রকাশ করেছিলেন, দ্বিতীয় ম্যাচে ৮১ মিনিটের গোলে জেতা ম্যাচের পর ততটা খুশি নন ভারতীয় দলের কোচ ইগর স্টিমাচ। তাঁর মতে, আরও ভাল খেলা আশা করেছিলেন দলের কাছ থেকে। বিশেষ করে প্রথমার্ধে।

ভানুয়াতুর বিরুদ্ধে ১-০-য় জিতে ভারত টুর্নামেন্টের ফাইনালে উঠে পড়লেও কোচের কপালে কিছুটা চিন্তার ভাঁজ দেখা গেল। কেন, তা তাঁর কথাতেই বোঝা যাবে। কোন প্রসঙ্গে কী বললেন স্টিমাচ? তিনি বলেন, ‍‘আমরা আরও একটা ম্যাচে গোল না খেয়ে জিতলাম। কিন্তু অনেক কিছুই হয়েছে, যা আমি চাইনি। সেগুলো নিয়ে কাজ করতে হবে আমায়। আবার অনেক কিছুই খুব ভাল হয়েছে। আমার যেটা ভাল লেগেছে, তা হল নিজেদের ওপর বিশ্বাস রাখা এবং চেষ্টা চালিয়ে যাওয়ার মানসিকতা। এই ম্যাচে গোল করতে না পারাটা ঠিক নয় যেমন, তেমনই লেবাননের ম্যাচে গোলশূন্য ড্র দেখুন। ক্রমশ এই টুর্নামেন্টে গোল করা কঠিন হয়ে উঠছে। তবে আমরা নিজেদের ওপর আস্থা রেখেছি এবং গোল করেছি। দল আজ চারিত্রিক দৃঢ়তার পরিচয় দিয়েছে।

তবে কিছু ব্যাপার নিয়ে আমি অখুশি। আমরা সে রকম গতিময় ছিলাম না। বিশেষ করে এক প্রান্ত থেকে আর এক প্রান্তে যাওয়ার ক্ষেত্রে। সে জন্যই ছেলেদের ওপর একটু রেগে গিয়েছিলাম। কয়েকজনকে আরও গতি বাড়াতে হবে। তাদের আরও দ্রুত এগিয়ে জায়গা তৈরি করে প্রতিপক্ষকে চাপে ফেলতে হবে।’

     

বিজ্ঞাপন

Goto Top