ধারবাহিকতা ধরে রাখতে চান ভারতীয় কোচ।
চলতি বছরে ভারতীয় ফুটবল দল যে ফর্মে রয়েছে এবং গত এক মাসে তাদের যে উন্নতি দেখা গিয়েছে, তা দেশের ফুটবল মহলকে রীতিমতো আশাবাদী করে তুলেছে। আগামী জানুয়ারিতে কাতারে এএফসি এশিয়ান কাপের মূলপর্বে ভারতকে লড়তে হবে এশিয়ার তাবড় ফুটবল শক্তির বিরুদ্ধে। সেখানে ভারত কতটা এগোতে পারবে, তা নিয়ে অনেকেরই মনে সন্দেহ ছিল। কিন্তু গত এক মাস ধরে যে দাপট নিয়ে ফুটবল খেলেছেন সুনীল ছেত্রী ও তাঁর সতীর্থরা, তার পরে অনেকেই এশিয়ান কাপে ভাল ফল করার ব্যাপারে ক্রমশ আশাবাদী হয়ে উঠছেন।
তিনি বলেন, “ছেলেদের মানসিকতা পুরো বদলে গিয়েছে। ওরা এখন টানা ১২০ মিনিট সমান তীব্রতার সঙ্গে খেলে যেতে পারে। এটা খুব ভাল ইঙ্গিত”। তবে এই সাফল্য নিয়েই থেমে থাকতে রাজি নন তিনি। বরং এই সাফল্যের কথা ভুলে দলকে আরও কঠিন ও পরিশ্রমী করে তুলতে চান। ‘ন্যাশনাল হেরাল্ড’-কে দেওয়া আর এক সাক্ষাৎকারে তিনি বলছেন, “আগামী কয়েকদিনে আমি দলের পারফরম্যান্স বিশ্লেষণ করব। তবে সাম্প্রতিক পারফরম্যান্সের কথা এখন আর মনে নেই আমার। ফুটবল দর্শক হিসেবে ব্যাপারটাকে দেখলে তো চলবে না। এর পরে যে চ্যালেঞ্জের মুখোমুখি হতে হবে আমাদের, তা একেবারে ভিন্ন হতে চলেছে। সে জন্য নিজেদের কঠোর ভাবে প্রস্তুত করতে হবে।”