প্রায়ত সমর্থক জয়শঙ্কর সাহাকে জয় উৎসর্গ করলেন লাল-হলুদ কোচ।
আগের দিনই বলেছিলেন, নিজেদের ভুলগুলি শুধরে নিয়ে খেলতে পারলে সাফল্য আসবে। শুক্রবার শ্রী কান্তিরাভা স্টেডিয়ামে সুনীল ছেত্রীর বেঙ্গালুরু এফসি-কে ১-০-য় হারিয়ে দেখালেন, সেটাই ঠিক। এই জয়ের পরে ইস্টবেঙ্গল এফসি-র হেড কোচ স্টিফেন কনস্ট্যানটাইন মনে করেন, তাঁদের সাফল্যের পথে এটি আরও একটি পদক্ষেপ, যা তাঁদের নিয়ে যেতে পারে আরও উন্নত জায়গায়। লিগের দ্বিতীয় জয়ের পরে সাংবাদিক বৈঠকে কী বললেন তিনি?
লাল-হলুদ কোচ বলেন, ‘প্রথমেই জানিয়ে দিই, সপ্তাহ দুয়েক আগে আমরা এক সমর্থক জয়শঙ্কর সাহাকে হারিয়েছি। এই জয় আমরা তাঁকে উৎসর্গ করতে চাই। এই জয়ে আমি খুশি। ব্যর্থতাতেও যেমন আমি ভেঙে পড়ি না, তেমন সাফল্যেও উচ্ছ্বসিত হই না। আমার বিশ্বাস, যারা ভাল খেলে, তারাই জেতে। গত পাঁচ সপ্তাহ ধরে আমি এই কথাই বলে এসেছি যে আমাদের দলটা তৈরি হচ্ছে। এই জয় আমাদের উন্নতির পথে একটি পদক্ষেপ। আমরা যে সঠিক পথে এগোচ্ছে, এ তারই ইঙ্গিত। প্রতি সপ্তাহেই ছেলেরা উন্নতি করছে। আজ তারা অসাধারণ খেলেছে। খেলোয়াড়দের তো বটেই, সমর্থকদেরও অভিনন্দন, যাদের ছাড়া আমাদের চলবে না।’