ফের আলোচনা হবে পদত্যাগ নিয়ে।
ফের ঝুলে রইল সিদ্ধান্ত। মোহনবাগান ক্লাবের সভাপতির পদ থেকে ইস্তফা দিয়েছিলেন স্বপনসাধন বোস। কিন্তু তাঁর পদত্যাগপত্র এদিনও গ্রহণ করল না বাগানের কমিটি। ফের আলোচনা হবে টুটু বোসের পদত্যাগ নিয়ে।
এর আগেও টুটু বসুর পদত্যাগপত্র গ্রহণ করেনি এমার্জেন্সি এক্সিকিউটিভ কমিটি। তখন বলা হয়েছিল, সদস্যরা দ্বিধাবিভক্ত হওয়ায় চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া যায়নি। সেই সিদ্ধান্ত গ্রহণের জন্য শুক্রবার ফের একটি সভা ডাকা হয়। তবে এদিনও টুটু বোসের ইস্তফা গ্রহণ হয়নি। এই বিষয়ে সহ-সভাপতি কুণাল ঘোষ বলেন, ‘ক্লাবে টুটুবাবুর অনেক অবদান। সেটা এত দ্রুত অস্বীকার করা যায় না। তাই আমরা আপাতত তাঁর পদত্যাগপত্র আমরা গ্রহণও করছি না, প্রত্যাখ্যানও করছি না।’
অন্যদিকে অবসরপ্রাপ্ত বিচারপতি অসীম রায়ের নেতৃত্বে গঠিত পাঁচজনের নির্বাচনী বোর্ড থেকে তিনজন সরে দাঁড়ানোর ইচ্ছা প্রকাশ করেছেন। বিশ্বব্রত বসুমল্লিক, সৌমিক মিত্র ও অভিষেক সিনহা সরে দাঁড়াতে চান। সেই জায়গায় অন্য তিনজনকে গ্রহণ করতে চলেছে নির্বাচনী বোর্ড।