আগামী মরশুমেও কোচ থাকতে চান স্টিফেন।
রবিবার চলতি হিরো আইএসএলের লিগ পর্বের চ্যাম্পিয়ন মুম্বই সিটি এফসি-কে হারানোর পর যে প্রচুর আত্মবিশ্বাস পেয়েছেন তাঁর দলের ছেলেরা, এই নিয়ে কোনও সন্দেহ নেই ইস্টবেঙ্গল এফসি-র কোচ স্টিফেন কনস্টান্টাইনের। তিনি মনে করেন, আগামী শনিবার কলকাতা ডার্বিতে একটা ভাল লড়াই দেখার সুযোগ পেতে চলেছেন দুই দলের সমর্থকেরা। তবে নিজেদের এটিকে মোহনবাগানের চেয়ে এগিয়ে রাখার পক্ষপাতী নন তিনি।
রবিবার ১৮টি ম্যাচে অপরাজিত মুম্বই সিটি এফসি-কে ১-০-য় হারানোর পরের মুহূর্ত থেকেই লাল-হলুদ শিবিরে ঢুকে পড়ল ডার্বি নিয়ে ভাবনা-চিন্তা। ব্রিটিশ কোচ কনস্টান্টাইন বলেন, “ডার্বি সবার কাছে কতটা গুরুত্বপূর্ণ, তা খুব ভাল করেই জানি। আমরা ম্যাচটা জিততেই চাই। আমরা আজ জিতেছি। ওরাও গতকাল ভাল জয় পেয়েছে। তাই ডার্বিতে জোর লড়াই হবে। তবে এটিকে মোহনবাগান যেহেতু সেরা ছয়ে রয়েছে, তাই ওরাই আমাদের চেয়ে এগিয়ে। পরের মরশুমে হয়তো আমরা এগিয়ে থাকব”।