• +91 6291642485
  • 6291642485
Banner

খেলার বিভাগ > ফুটবল

সমালোচকদের পাত্তা দেন না বিরাট

লক্ষ্য বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ।

আইপিএলে চার বছর পরে সেঞ্চুরি করলেন বিরাট কোহলি। মুলত তাঁর শতরানের জন্যই হয়দরাবাদকে হারিয়ে প্লে-অফে ওঠার ব্যাপারে অনেকটা এগিয়ে গেল আরসিবি। 

সেঞ্চুরির পাশাপাশি ম্যাচ জেতার পর তৃপ্ত কোহলি বলেন, “এমনিতেই অনেক চাপ ছিল আমার ওপর। তার উপর অতীতে হায়দরাবাদের বিরুদ্ধে ভাল কিছু করতে পারিনি। তবে ম্যাচের আগে আর হায়দরাবাদ ম্যাচগুলোর স্মৃতি মাথায় রাখিনি।’’  সমালোচনা প্রসঙ্গে তিনি বলেন, “বাইরের মানুষরা আমাকে নিয়ে কি বলছে তাকে ইদানিং আর গুরুত্ব দিই না।” 

     

বিজ্ঞাপন

Goto Top