এটিকে মোহনবাগানে তিন বছরের চুক্তিতে সই করেছেন বিশাল কাইথ।২৫ বছরের কিপার চেন্নাইয়িন এফসি থেকে বাগানে যোগ দিলেন। এর আগে তরুণ আর্শ আনোয়ার শেখকে আরও তিন বছরের জন্য রিটেইন করেছিল সবুজ-মেরুন। এর থেকেই পরিষ্কার অমরিন্দর সিং-এর বিদায় ঘোষণার অপেক্ষা।
চেন্নাইয়িন এফসির সঙ্গে বিশালের চুক্তি শেষ হয়ে গিয়েছে। তাই ফ্রি প্লেয়ার হিসেবে সবুজ-মেরুনে যোগ দিলেন এই গোলরক্ষক। ভারতের জাতীয় দলে খেলার পাশাপাশি আইএসএল-এর একাধিক দলে খেলেছেন বিশাল। শিলং লাজং-এর জার্সিতে প্রথমবার ভারতীয় ফুটবলে পরিচিতি পান তিনি। বাগান শিবির আশা করছে বিশালের যোগদানে দলে ভারসাম্য আসবে।
চেন্নাইয়িন এফসি থেকে বাগানে যোগ দিলেন।