নিজেদের আন্ডারডগ ভাবছেন না ভারত অধিনায়ক।
এএফসি এশিয়ান কাপের প্রস্তুতি পরিকল্পনা নিয়ে খুশি ভারতীয় অধিনায়ক সুনীল ছেত্রী। তাঁর ধারণা, কুয়েত, লেবাননের মতো দেশের বিরুদ্ধে খেললে বোঝা যাবে ভারতীয় দল ঠিক কোন জায়গায় দাঁড়িয়ে আছে। সেই অনুযায়ী প্রস্তুতি নিতে সুবিধা হবে তাঁদের।
টানা ম্যাচের মধ্যে থাকার পরিকল্পনাকে স্বাগত জানাচ্ছেন ভারতীয় ফুটবলের সেরা তারকা। তিনি সাংবাদিকদের বলেন, “আমরা যত আমাদের চেয়ে ভাল দলের বিরুদ্ধে খেলব, তত বেশি উন্নতি করব। আমাদের কাজ হবে ওদের বিরুদ্ধে ভাল খেলা। দল হিসেবে তো উন্নতি করতেই হবে। ব্যক্তিগত উন্নতিও প্রয়োজন। প্রস্তুতি শিবিরে আমরা যা করছি, সেগুলো খুবই গুরুত্বপূর্ণ। যখন এশিয়ান কাপ শুরু হবে, তখন নিজেদের সেরা জায়গায় রাখতে হবে”।
এএফসি কাপেভারত কঠিন গ্রুপে রয়েছে বলে মনে করেন ভারতীয় দলের হেড কোচ ইগর স্টিমাচ। তবে নিজেদের ‘আন্ডারডগ’ হওয়ার সুবিধা নিতে চান ভারতীয় ফুটবলে সবচেয়ে বেশি আন্তর্জাতিক গোলের মালিক সুনীল। বলেন, “২০১৯-এর এশিয়ান কাপের চেয়ে এ বার খাতায় কলমে গ্রুপ আরও কঠিন। আমরা জানতাম এ বার লড়াই কঠিন হবে। ২০১৯-এও ব্যাপারটা একই রকম ছিল। তবে আমরা ভাল খেলেছিলাম। বিশেষ করে তাইল্যান্ড ও বাহরিনের বিরুদ্ধে দ্বিতীয়ার্ধে। আমরা যে প্রতিপক্ষ হিসেবে যথেষ্ট কঠিন, তা বোঝাতে হবে। সম্প্রতি একাধিক আন্ডারডগকে নিজেদের প্রমাণ করতে দেখা গিয়েছে। বিশ্বকাপে মরক্কোই এর সবচেয়ে উদাহরণ”।