টোকিওয় সোনা জয়ের ৩৫০ দিন পর ফের বিশ্বমঞ্চে পদক ভারতীয় জ্যাভলিন থ্রোয়ারের
সপ্তাহান্তে রবিবারের সকালটা কি ভারতবাসী সোনা-জয়ের খবর দিয়ে শুরু করতে পারেন? শুক্রবার সকালে বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে প্রথম থ্রোয়েই ৮৮.৩৯ মিটার পার করে ফাইনালে খেলা পাকা করার সঙ্গে সেই সম্ভাবনা জোরদার করেছিলেন ভারতের জ্যাভলিন থ্রোয়ার নীরজ চোপড়া। সেই সম্ভাবনা বাস্তবে পরিণত না হলেও বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে রুপো জিতে ইতিহাস গড়লেন ভারতের নীরজ। বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে এর আগে ২০০৩ সালে ব্রোঞ্জ পেয়েছিলেন ভারতের অঞ্জু ববি জর্জ। তাঁকে ছাপিয়ে গেলেন হরিয়ানার ছেলে নীরজ। তিনি প্রতিযোগিতা শেষ করলেন রুপোর পদক নিয়ে। এর আগে কোনও ভারতীয় এই কৃতিত্ব অর্জন করেনি। ১৯ বছর পরে বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপ থেকে পদক এল ভারতে।
বাছাই পর্ব শেষ করে ফাইনালে নীরজ গিয়েছিলেনন দ্বিতীয় হয়ে। তার সঙ্গে পদক জয়ের দৌড়ে ছিলেন ডায়মন্ড লিগে সোনা জয়ী গ্রানাডার অ্যান্ডারসন পিটার্স। ফাইনালে তিনি প্রথমেই ছোড়েন ৯০.২১ মিটার। দ্বিতীয় থ্রোয়ে তিনি ছোড়েন ৯০.৪৬ মিটার। শেষ থ্রোয়েও তিনি ছোড়েন ৯০.২১ মিটার কিন্তু নীরজ প্রথমে ফাউল থ্রো করেন। কিন্তু দ্বিতীয় থ্রো-য়ে নীরজ ছোড়েন ৮২.৩৯ মিটার। চলে গিয়েছিলেন চার নম্বরে। তৃতীয় থ্রোয়ে নীরজ ছোড়েন ৮৬.৩৭ মিটার। চতুর্থ থ্রো-য়ে ভারতের এই জ্যাভলিন থ্রোয়ার ছোড়েন ৮৮.১৩ মিটার। পঞ্চম ও শোয়ে নীরজ ফাউল করেন। কিন্তু রুপো জয় আটকায়নি তাঁর।