জাপানের ৮০ ভাগ মানুষই গেমস আয়োজনের বিপক্ষে, সমীক্ষায় প্রকাশ
স্পোর্টি ওয়ার্ল্ড নিউজ ডেস্কভাইরাসের কারণে পিছিয়ে যাওয়া টোকিও অলিম্পিক এই গ্রীষ্মেই আয়োজনের প্রস্তুতি চলছে এবং বিকল্প কোনো পরিকল্পনা নেওয়া হয়নি বলে জানিয়েছেন আন্তর্জাতিক অলিম্পিক কমিটির (আইওসি) প্রধান টমাস বাখ। স্থানীয় এক দৈনিকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি একথা বলেছেন। করোনার কারণে স্থগিত হওয়ার পর ছ’মাস পার হয়ে গেলেও অলিম্পিক আদৌ আয়োজন করা সম্ভব হবে কিনা সেটি নিয়ে এখনো আশঙ্কা রয়ে গিয়েছে।
আগামী ২৩ জুলাই শুরু হওয়ার কথা টোকিও অলিম্পিকের। মার্চের শেষভাগে দেশব্যাপী মশাল যাত্রা শুরু হওয়ারও কথা রয়েছে। বাখ বলেন, “২৩ জুলাই টোকিও অলিম্পিক শুরু হবে না, এই মুহূর্তে এমন ধারণা পোষণ করার কোনও কারণ নেই। যে কারণে আমাদের কাছে কোনও বিকল্প পরিকল্পনা নেই। এই কারণেই আমরা এই গেমসকে নিরাপদ ও সফল করতে চাই।“
অবশ্য নিরাপত্তার ছক ইতিমধ্যেই কষতে শুরু করেছেন টোকিওর আয়োজকরা। এমনকি, মহামারি নিয়ন্ত্রণে না এলেও কোনওরকম ভ্যাকসিন প্রয়োগ ছাড়াই সুরক্ষা বলয় তৈরির মাধ্যমে গেমস আয়োজন করতে চান তাঁরা। যদিও এই গেমস আয়োজনের পক্ষে জাপানি জনগনের সমর্থন দিনে দিনে কমতে শুরু করেছে। সম্প্রতি এক সমীক্ষায় প্রকাশ, দেশটির ৮০ শতাংশ জনগণ মনে করেন, টোকিও গেমস বাতিল করা হোক বা নিদেনপক্ষে পিছিয়ে দেওয়া হোক।
টোকিও ২০২০-এর প্রধান কার্যনির্বাহী তোশিরো মুতো এই সপ্তাহেই জানিয়েছিলেন, আয়োজকরা এই গ্রীষ্মেই গেমস আয়োজনে প্রতিশ্রুতিবদ্ধ এবং এটি বাতিলের বিষয়ে কোনও আলোচনা হয়নি। তবে তিনি নিশ্চিত করে বলতে পারেননি যে স্টেডিয়ামে দর্শকদের প্রবেশাধিকার থাকবে কি না। বিদেশি দর্শকরা মাঠে এসে এই গেমস সরাসরি উপভোগ করতে পারবে কিনা এবং তাদের সংখ্যা কেমন হবে সেই বিষয়েও সিদ্ধান্ত গ্রহণ করতে হবে বলে জানান তিনি।