• +91 6291642485
  • 6291642485
Banner

খেলার বিভাগ > অন্যান্য

নয়া ইনিংস শুরু করছেন লিয়েন্ডার!

রাজনীতির আঙিনায় পা রাখার কথা বলে গেলেন পেজ।

স্পোর্টি ওয়ার্ল্ড নিউজ ডেস্ক

লিয়েন্ডার পেজ। পরিচয়ের জন্য নামটুকুই যথেষ্ট। বাঙালির আবেগ, ভারতের গর্ব। বয়সকে আনায়াস ভঙ্গিমায় স্ম্যাশ করতে পারা হার না মানা এক ‍‘তরুণ’। দেশের সর্বকালের সবথেকে সফল এই টেনিস তারকা যা বললেন তার সারবত্তা, এবার নতুন ইনিংস শুরু করতে চলেছেন লি। সোম সন্ধ্যায় সিসিএফসিতে এসে রাজনীতির আঙিনায় পা রাখার কথা বলে গেলেন পেজ। কোনও রকম রাখ-ঢাক না করেই তিনি বললেন, ‍‘আমি বিশ্বের সর্ববৃহৎ গণতান্ত্রিণ দেশের অংশ। আমার পুরো পরিবার আজও দেশের প্রতি সমান ভাবে দায়বদ্ধ। পরবর্তী প্রজন্ম তুলে আনা এবং যুব সমাজের উন্নতির জন্য যদি কিছু করতে পারি, তাহলে আমি নিজেকে ধন্য বলে মনে করব।’ পেজের এই বক্তব্যের পরই নড়েচড়ে বসেন রাজনীতিবিদরা। তবে কোন দলে নাম লেখাবেন তিনি সেই বিষয়ে খোলসা করে এদিন কিছু জানাননি।

     

বিজ্ঞাপন

Goto Top