প্রতিবারের মতো এবার শীতে বসতে চলেছে ম্যারাথনের আসর। টাটা ম্যারাথন আয়োজিত হবে আগামী ১৫ ডিসেম্বর। শহরের সবচেয়ে বড় ম্যারাথন ফের সফলভাবে আয়োজন করার ব্যাপারে আশাবাদী আয়োজকরা।
স্পোর্টি ওয়ার্ল্ড নিউজ ডেস্কপ্রতিবারের মতো এবার শীতে বসতে চলেছে ম্যারাথনের আসর। টাটা ম্যারাথন আয়োজিত হবে আগামী ১৫ ডিসেম্বর। শহরের সবচেয়ে বড় ম্যারাথন ফের সফলভাবে আয়োজন করার ব্যাপারে আশাবাদী আয়োজকরা। শহরর এক পাঁচতারা হোটেলে টাটা ম্যারাথনের সাংবাদিক সম্মেলন করেন আয়োজকরা। অনুষ্ঠানে রীতিমতো চাঁদের হাট বসেছিল। সে নেই এই অনুষ্ঠানে? মেয়র পারিষদ দেবাশিস কুমার। ম্যারথনের ব্রান্ড অ্যাম্বাসাডর সৌরভ গঙ্গোপাধ্যায় প্রমুখ। গত বার এই ম্যারথনে প্রায় ১৫ হাজার প্রতিযোগী অংশগ্রহণ করেছিল। আনন্দ রানে প্রায় দশ হাজার লোক দৌড়েছিলেন। সৌরভ গঙ্গোপাধ্যায় আশাপ্রকাশ করেন এবারও সফলভাবে এই ম্যারাথন আয়োজিত হবে। পাশাপাশি প্রতিযোগী আরও বাড়বে বলে মনে করছেন তিনি। ভারতীয় দলের কোচ হওয়ার ইচ্ছা রয়েছে কি না এই প্রশ্নে সৌরভ বলেন, এখন একজন কোচ রয়েছেন। তাঁর অধ্যায় শেষ হোক। তারপর ভাবা যাবে ওসব নিয়ে।