• +91 6291642485
  • 6291642485
Banner

খেলার বিভাগ > অন্যান্য

কলকাতা হকি লিগে খেলবে ইস্টবেঙ্গল

তুঙ্গে বিতর্ক।

স্পোর্টি ওয়ার্ল্ড নিউজ ডেস্ক

দীর্ঘ কুড়ি বছর পর কলকাতা হকি লিগে অংশগ্রহণ করছে ইস্টবেঙ্গল ক্লাব। ২০০১ সালের পর কলকাতা হকি লিগে অংশ গ্রহণের মুখে তাদের খেলা নিয়ে উঠে গেল প্রশ্ন।
শ্রী সিমেন্টের কাছে ক্লাবের স্পোটিং রাইটস থাকা সত্ত্বেও কি করে ইস্টবেঙ্গল  নামে হকি লিগে খেলতে নামছে ক্লাব? এই বিষয়ে প্রশ্ন করা হলে হকি বেঙ্গল সংস্হার সচিব ইশতিয়াক আলি বলেন, ‍‘আমাদের সংস্হার খাতায় এখনও ইস্টবেঙ্গল নাম কোনও পরিবর্তন হয়নি। শ্রী সিমেন্ট কতৃপক্ষ বা ইস্টবেঙ্গল ক্লাবও তাদের চুক্তির বিষয়ে আমাদের কিছু জানায়নি। ইস্টবেঙ্গল ক্লাব খেলতে চেয়ে আবেদন করেছিল। আমরাও বাংলার হকির উন্নতির জন্য খেলার অনুমতি দিয়েছি। শ্রী সিমেন্টের সঙ্গে ওদের কী চুক্তি রয়েছে, সেটা একান্তই ক্লাবের ব্যাপার।’
কী বলছেন ইস্টবেঙ্গল কর্তারা? এই বিষয়ে লাল-হলুদের এক কর্তার বক্তব্য, ‍‘এখনও শ্রী সিমেন্টের সঙ্গে আমাদের চুক্তি সম্পূর্ণ হয়নি। তাই হকি লিগে খেলার ক্ষেত্রে কোনও বাঁধা নেই।’ অন্যদিকে এবছর মোট ১৩টি দলকে নিয়ে হবে ঘরোয়া হকি লিগ। হকি বেঙ্গলের সভাপতি স্বপন বন্দ্যোপাধ্যায় বৃহস্পতিবার এক সাংবাদিক সম্মেলনে জানান, দুটি গ্ৰুপে ভাগ করে এই দলগুলি খেলবে। পরবর্তী পর্বে দুই গ্ৰুপ থেকে প্রথম ছ'টি দল প্রিমিয়ার লিগে খেলবে। লিগ শুরু হচ্ছে শুক্রবার থেকে। তিনি আরও জানান, ইস্টবেঙ্গল দলের হয়ে এবার লিগে বেশ কয়েকজন ভারতীয় জুনিয়র বিশ্বকাপার খেলবেন।
অ্যাস্ট্রো টার্ফে খেলার কথা শুনে ময়দানের অপর প্রধান মোহনবাগানও টুর্নামেন্টে অংশগ্রহণের ইচ্ছা প্রকাশ করেছে বলে জানান হকি বেঙ্গলের সচিব। ১৯৯৯ সালে শেষবার সবুজ-মেরুন এই প্রতিযোগিতায় অংশ নেয়। সেবার চ্যাম্পিয়ন হয় তারা। এছাড়া এদিন সাংবাদিক সম্মেলনে সভাপতি স্বপন বন্দ্যোপাধ্যায় জানান, চলতি বছরের ৬ থেকে ১৩ ডিসেম্বর পর্যন্ত ঐতিহ্যবাহী বেটন কাপ অনুষ্ঠিত হবে।নিজস্ব প্রতিনিধি
কলকাতা। ১১ ফেব্রুয়ারি
দীর্ঘ কুড়ি বছর পর কলকাতা হকি লিগে অংশগ্রহণ করছে ইস্টবেঙ্গল ক্লাব। ২০০১ সালের পর কলকাতা হকি লিগে অংশ গ্রহণের মুখে তাদের খেলা নিয়ে উঠে গেল প্রশ্ন।
শ্রী সিমেন্টের কাছে ক্লাবের স্পোটিং রাইটস থাকা সত্ত্বেও কি করে ইস্টবেঙ্গল  নামে হকি লিগে খেলতে নামছে ক্লাব? এই বিষয়ে প্রশ্ন করা হলে হকি বেঙ্গল সংস্হার সচিব ইশতিয়াক আলি বলেন, ‍‘আমাদের সংস্হার খাতায় এখনও ইস্টবেঙ্গল নাম কোনও পরিবর্তন হয়নি। শ্রী সিমেন্ট কতৃপক্ষ বা ইস্টবেঙ্গল ক্লাবও তাদের চুক্তির বিষয়ে আমাদের কিছু জানায়নি। ইস্টবেঙ্গল ক্লাব খেলতে চেয়ে আবেদন করেছিল। আমরাও বাংলার হকির উন্নতির জন্য খেলার অনুমতি দিয়েছি। শ্রী সিমেন্টের সঙ্গে ওদের কী চুক্তি রয়েছে, সেটা একান্তই ক্লাবের ব্যাপার।’
কী বলছেন ইস্টবেঙ্গল কর্তারা? এই বিষয়ে লাল-হলুদের এক কর্তার বক্তব্য, ‍‘এখনও শ্রী সিমেন্টের সঙ্গে আমাদের চুক্তি সম্পূর্ণ হয়নি। তাই হকি লিগে খেলার ক্ষেত্রে কোনও বাঁধা নেই।’ অন্যদিকে এবছর মোট ১৩টি দলকে নিয়ে হবে ঘরোয়া হকি লিগ। হকি বেঙ্গলের সভাপতি স্বপন বন্দ্যোপাধ্যায় বৃহস্পতিবার এক সাংবাদিক সম্মেলনে জানান, দুটি গ্ৰুপে ভাগ করে এই দলগুলি খেলবে। পরবর্তী পর্বে দুই গ্ৰুপ থেকে প্রথম ছ'টি দল প্রিমিয়ার লিগে খেলবে। লিগ শুরু হচ্ছে শুক্রবার থেকে। তিনি আরও জানান, ইস্টবেঙ্গল দলের হয়ে এবার লিগে বেশ কয়েকজন ভারতীয় জুনিয়র বিশ্বকাপার খেলবেন।
অ্যাস্ট্রো টার্ফে খেলার কথা শুনে ময়দানের অপর প্রধান মোহনবাগানও টুর্নামেন্টে অংশগ্রহণের ইচ্ছা প্রকাশ করেছে বলে জানান হকি বেঙ্গলের সচিব। ১৯৯৯ সালে শেষবার সবুজ-মেরুন এই প্রতিযোগিতায় অংশ নেয়। সেবার চ্যাম্পিয়ন হয় তারা। এছাড়া এদিন সাংবাদিক সম্মেলনে সভাপতি স্বপন বন্দ্যোপাধ্যায় জানান, চলতি বছরের ৬ থেকে ১৩ ডিসেম্বর পর্যন্ত ঐতিহ্যবাহী বেটন কাপ অনুষ্ঠিত হবে।

     

বিজ্ঞাপন

Goto Top