• +91 6291642485
  • 6291642485
Banner

খেলার বিভাগ > অন্যান্য

হকিঃ জার্মানির বিরুদ্ধে সিরিজ হার ভারতের মেয়েদের

চার ম্যাচের সিরিজে ০-৩ পিছিয়ে ভারত

স্পোর্টি ওয়ার্ল্ড নিউজ ডেস্ক

বিরুদ্ধে চার ম্যাচের সিরিজে প্রথম তিনটিতেই হারের মুখ দেখল ভারতীয় মহিলা হকি দল। সোমবার তৃতীয় ম্যাচে ২-০ গোলে হারের ফলে সিরিজ খোয়াল তারা। জার্মানদের হয়ে ম্যাচের ২৬ ও ৪২ মিনিটে গোল দুটি করেন যথাক্রমে সোনজা জিমারমান এবং ফ্রাজিসকা হাউকে। আগামী বৃহস্পতিবার সিরিজের চতুর্থ তথা শেষ ম্যাচে জার্মানির বিরুদ্ধে নামবে ভারতের মেয়েরা। সফরের সবকটি ম্যাচে হারের লজ্জা থেকে রক্ষা পাওয়াই এখন তাদের প্রধান লক্ষ্য।

     

বিজ্ঞাপন

Goto Top