খেলার ফলাফল ১২-২১, ৫-২১।
স্পোর্টি ওয়ার্ল্ড নিউজ ডেস্ক
চ্যাম্পিয়ন হতে পারলেন না পিভি সিন্ধু। ক্যারোলিনা মারিনের কাছে হেরে গেলেন তিনি। খেলার ফলাফল ১২-২১, ৫-২১।
সুইস ওপেনের ফাইনালে এদিন দ্বিতীয় স্থানে থাকা মারিনের বিরুদ্ধে নেমেছিলেন বিশ্ব চ্যাম্পিয়ন সিন্ধু। এদিন যেন কোনও কিছুই সিন্ধুর পক্ষে ছিল না। তাই স্প্যানিশ তরুণীর কাছে তাঁকে হারতে হয়েছে।দীর্ঘ ১৮ মাস পরে ফাইনাল খেলতে নামেন ২৫ বছরের তরুণী। পরিসংখ্যান অবশ্য ক্যারোলিনার পক্ষেই রয়েছে। সিন্ধুর থেকে ৮-৫ ব্যবধানে এগিয়ে রয়েছেন অলিম্পিক্স সোনাজয়ী ব্যাডমিন্টন তারকা। এই ম্যাচেও নিজেকে দুর্দান্তভাবে মেলে ধরলেন তিনি।