দোহায় কাতার ওপেনে।
স্পোর্টি ওয়ার্ল্ড নিউজ ডেস্কএক বছরের বেশি সময় কাটিয়ে ফেলেছেন কোর্টের বাইরে। অবশেষে ফিরলেন। দীর্ঘ ৪০৫ দিন পর প্রতিযোগিতামূলক টেনিসে কামব্যাক করলেন রজার ফেডেরার। শুরুটা করলেন রাজার মতোই।
দোহায় কাতার ওপেনের ষোলোতম রাউন্ডের খেলায় ব্রিটেনের টেনিস তারকা ড্যান ইভান্সকে সুইস কিংবদন্তি হারালেন ৭-৬, ৩-৬, ৭-৫ ব্যবধানে। গত বছরের শুরুতে অস্ট্রেলিয়ান ওপেনে শেষবার দেখা গিয়েছিল ফেডেক্সকে। সেমিফাইনাল থেকে সেই টুর্নামেন্টে বিদায়ের পর আর কোর্টে ফেরেননি তিনি। স্বাভাবিকভাবেই জল্পনা শুরু হয়ে গিয়েছিল তাঁর অবসর নিয়ে। কিন্তু সব জল্পনা-কল্পনায় ইতি টেনে কোর্টে ফিরলেন ফেডেরার।এর মাঝে হাঁটুতে অস্ত্রোপচার হয়েছিল ফেডেক্সের। অস্ত্রোপচারের পর নিজেকে সুস্থ করেই তোলায় ছিল তাঁর কাছে সবথেকে বড় চ্যালেঞ্জ। সেই জন্য ইউএস ওপেন এবং ফরাসি ওপেন থেকে নাম প্রত্যাহার করে নেন কিংবদন্তি এই টেনিস তারকা। মনে করা হয়েছিল, বছরের প্রথম গ্র্যান্ড স্ল্যাম অস্ট্রেলিয়ান ওপেনে হয়তো স্বমহিমায় ফিরবেন ফেডেরার। কিন্তু তখনও নিজেকে পুরোপুরি ফিট না মনে করায় এই প্রতিযোগিতা থেকেও সরে দাঁড়ান ২০টি গ্র্যান্ড স্ল্যামের মালিক।অবশেষে কাতার ওপেন দিয়ে প্রত্যাবর্তন ঘটল রজারের। দোহার খালিফা স্পোর্টস কমপ্লেক্সে ২ ঘণ্টা ২৪ মিনিটের লড়াইয়ের পর অবশ্য বেশ বিধ্বস্ত দেখাচ্ছিল ঊনচল্লিশের তারকাকে। তবে জয় দিয়ে শেষ করে খুশি ফেডেরার জানিয়েছেন, হাঁটুতেও কোনও সমস্যা অনুভূত হয়নি তাঁর। তিনি যে ক্লান্ত হয়ে পড়েছিলেন, সেকথা অবশ্য গোপন করেননি ফেডেরার। এদিন ফেডেরার বলেন, ‘কোর্টে ফিরে ভালো লাগছে। এই যে কোর্টে দাঁড়িয়ে আছি এতেই খুশি। নিঃসন্দেহে জয়ের অনুভূতি আলাদা। খুব ভালো ম্যাচ হয়েছে। ড্যান সত্যি ভালো খেলেছে। গত দু’সপ্তাহ ধরে ও আমার অনুশীলনের সঙ্গী। আমরা প্রায় ২০টার উপর সেট খেলেছি।’ক্লান্তি প্রসঙ্গে সুইৎজারল্যান্ডের এই তারকা বলেন, ‘আমি ক্লান্ত হয়ে পড়েছিলাম। আমি ম্যাচের চেয়ে আমার ক্লান্তির দিকেই বেশি ফোকাস করছিলাম। আমার তুলনায় অনেক বেশি এনার্জি ছিল ড্যানের। তবে আমি ভালো সার্ভিস করেছি আর আমার মনে হয় সারা ম্যাচে ভালোই খেলেছি।’