• +91 6291642485
  • 6291642485
Banner

খেলার বিভাগ > অন্যান্য

অলিয়ঁ মাস্টার্স ওপেনে কোয়ার্টার ফাইনালে সাইনা

ফ্রান্সের মারি বাতোমেঁকে হারালেন ভারতীয় তারকা।

স্পোর্টি ওয়ার্ল্ড নিউজ ডেস্ক

 

ব্যর্থতা কাটিয়ে ফের ছন্দে ফেরার চেষ্টা করছেন সাইনা নেহওয়াল।অলিয়ঁ মাস্টার্স ব্যাডমিন্টনের নিজেকে দুর্দান্তভাবে মেলে ধরছেন।কোয়ার্টার ফাইনালে উঠে গেলেন তিনি বৃহস্পতিবার ফ্রান্সের মারি বাতোমেঁকে হারালেন সাইনা।

অলিম্পিক্সের টিকিট এখনও নিশ্চিত হয়নি সাইনার। তাই নিজেকে মেলে ধরতে মরিয়া তিনি।বৃহস্পতিবার প্রথম সেটে ১৮-২১ গেমে হেরে যান তিনি। কিন্তু ঘুরে দাঁড়িয়ে পরের সেট দুটি জিতে নেন ২১-১৫, ২১-১০ গেমে। উল্লেখ্য, অলিম্পিক্সের যোগ্যতা অর্জন পর্বের অন্তর্ভুক্ত এই প্রতিযোগিতাশুক্রবার এই প্রতিযোগিতায় তাঁর পরবর্তী প্রতিদ্বন্দ্বী হতে পারেন ফ্রান্সের ইয়ায়েলে হোয়াক্স বা মালয়েশিয়ার আইরিস ওয়াং

     

বিজ্ঞাপন

Goto Top