এই লিগে পুরুষদের বিভাগে ১৯টি ও মহিলাদের বিভাগে ১৪টি দল অংশগ্রহণ করছে।
স্পোর্টি ওয়ার্ল্ড নিউজ ডেস্কময়দানের রেড রোড সংলগ্ন রাজ্য সংস্থার কোর্টে শুরু হয়ে গেল জুনিয়র বাস্কেটবল লিগ। পশ্চিমবঙ্গ বাস্কেটবল সংস্থার উদ্যোগে আয়োজিত এই লিগে পুরুষদের বিভাগে ১৯টি ও মহিলাদের বিভাগে ১৪টি দল অংশগ্রহণ করছে।
বৃহস্পতিবার লিগের প্রথম ম্যাচে ছেলেদের ‘গ্রুপ সি’-তে মুখোমুখি হয়েছিল বিটিএ এবং ব্লু জেস। ম্যাচে ৬০-১২ ফলে সহজ জয় তুলে নেয় বিটিএ। জয়ী দলের হয়ে গুরুত্বপূর্ণ ১৬ পয়েন্ট সংগ্রহ করে নজর কাড়েন তনুজ লোহিয়া। দিনের অপর খেলাগুলির মধ্যে মেয়েদের বিভাগে সহজ জয় পেয়েছে ১৯২৩ ছাত্র সমিতি। গ্রুপ এ-র ম্যাচে প্রতিপক্ষ চেতলা পার্ক এসি দলকে ৭৫-১৪ ফলে উড়িয়ে দিয়েছে তারা। ২২ পয়েন্ট সংগ্রহ করে ম্যাচের সর্বোচ্চ স্কোরার দিয়া হাজরা। মেয়েদের সি গ্রুপের ম্যাচে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর শেষ হাসি হাসে জ্যাভেরিয়ান্স দল। ৫৩-৩৬ ফলে তারা পরাজিত করে কলকাতা গুডস কাউন্সিলকে।