• +91 6291642485
  • 6291642485
Banner

খেলার বিভাগ > অন্যান্য

নতুন মোবাইল গেমের আসর আনছে জিও

২৫ লক্ষ টাকার পুরস্কার; অংশ নিতে পারবেন অন্যান্য গ্রাহকরাও

স্পোর্টি ওয়ার্ল্ড নিউজ ডেস্ক

আইপিএল শুরু হতে আর কয়েকদিন। তার আগেই মোবাইল গেমিং-এ নতুন খেলার আসর নিয়ে এল জিও। ‘কল অফ ডিউটি’ নামে পরিচিত এই ই-স্পোর্টস এবার অনুষ্ঠিত হতে চলেছে পেশাদারদের জন্য। যেখানে একের বিরুদ্ধে এক ম্যাচের সুযোগ যেমন থাকছে, তেমনই থাকছে পাঁচজনের দল গড়ে খেলার সুযোগ। থাকছে মোট ২৫ লক্ষ টাকার পুরস্কারও। ১ এপ্রিল থেকেই শুরু হয়ে গিয়েছে রেজিস্ট্রেশন। যাঁরা একা অংশ নিতে চান তাঁদের জন্য রেজিস্ট্রেশন চলবে ১১ এপ্রিল পর্যন্ত। দলগত রেজিস্ট্রেশনের শেষ দিন ৩০ এপ্রিল। ১১ জুন থেকে শুরু কোয়ালিফায়ার্সের খেলা। ফাইনাল ২০ জুন। রেজিস্ট্রেশনের জন্য কোনও অর্থ দিতে হবে না অংশগ্রহণকারীদের। জিও ছাড়া অন্য নেটওয়ার্কের গ্রাহকরাও খেলায় অংশ নিতে পারবেন। রেজিস্টার করতে হবে https://play.jiogames.com/esports/#/ লিঙ্কে। ম্যাচগুলি সরাসরি সম্প্রচারিত হবে জিও টিভি, ইস্পোর্টস, ফেসবুক এবং জিওগেমসের ইউটিউব চ্যানেলে।

     

বিজ্ঞাপন

Goto Top