• +91 6291642485
  • 6291642485
Banner

খেলার বিভাগ > অন্যান্য

টোকিও অলিম্পিকে নেই উত্তর কোরিয়া

১৯৮৮ গেমসের পর আরও একবার নাম প্রত্যাহার পিয়ং ইয়ং-এর সিদ্ধান্তে

স্পোর্টি ওয়ার্ল্ড নিউজ ডেস্ক

আসন্ন টোকিও অলিম্পিক থেকে নাম প্রত্যাহার করে নিল উত্তর কোরিয়া। করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের কারণেই এহেন সিদ্ধান্ত নিল দেশটি। ভারতের পাশাপাশি সারা বিশ্বেই লাফিয়ে বাড়ছে কোভিড আক্রান্তের সংখ্যা।
চলতি বছরের জুলাইয়ে জাপানের রাজধানীতে টোকিওতে আয়োজিত হতে চলেছে গ্রেটেস্ট শো অন দ্য আর্থ। তার আগে উত্তর কোরিয়া নাম তুলে নেওয়ায় নড়েচড়ে বসেছেন অলিম্পিক কর্তৃপক্ষ।
উত্তর কোরিয়া ক্রীড়া মন্ত্রণালয়ের তরফে জানা গিয়েছে, গত ২৫ মার্চ পিয়ং ইয়ংয়ে কোরিয়ার অলিম্পিক কমিটি টোকিও অলিম্পিকে অংশ না নেওয়ার সিদ্ধান্ত নেয়। তাদের ওয়েবসাইটে বলা হয়েছে, ‍‘আমাদের অলিম্পিক কমিটি ৩২তম অলিম্পিকে অংশ না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। করোনা ভাইরাসের কারণে বিশ্বজুড়ে চলমান স্বাস্থ্য সংকটে খেলোয়াড়দের রক্ষা করার জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’
১৯৮৮ সালের পর এই প্রথম কোনও অলিম্পিক গেমসের আসর থেকে নাম তুলে নিল উত্তর কোরিয়া। সেবার কোল্ড ওয়ারের জন্য সিওলে অনুষ্ঠিত অলিম্পিকে অংশ নেয়নি দেশটি।

     

বিজ্ঞাপন

Goto Top