ফের প্রযুক্তির খেল দেখাল জাপান
স্পোর্টি ওয়ার্ল্ড নিউজ ডেস্কজাপান মানেই প্রযুক্তি। পুরো পৃথিবীকে বিভিন্ন ক্ষেত্রেই প্রযুক্তিগত দিক দিয়ে হার মানিয়েছে জাপান। টোকিও অলিম্পিকে করোনার প্রভাব যদি না থাকত, তা হলে এ বারের অলিম্পিকে অনেক নতুন প্রযুক্তিগত বিষয় তুলে ধরার কথা ছিল। করোনার থাবায় সে সব পরিকল্পনা থমকে গিয়েছে। এত কিছুর মধ্যেও প্রযুক্তির ঝলক কিন্তু দেখা যাচ্ছে। যেমনটা দেখা গেল টোকিও অলিম্পিকের মশালদৌড়ে।
অলিম্পিকের মশালদৌড় নিয়েও কম বাধা-বিপত্তি হয়নি। সব বাধা-বিপত্তির মাঝেই ২৫ ফেব্রুয়ারি ফুকুশিমায় মশালদৌড় শুরু হয়েছে। বিশেষভাবে সক্ষম অ্যাথলিটদের সাহায্য করার জন্য রোবট তাঁদের হয়ে মশাল বয়ে নিয়ে যাচ্ছে। এই অভিনব কায়দায় মশালদৌড় দেখে মুগ্ধ নেট নাগরিকরা। পাশাপাশি এই ভাবনার কারিগরকেও কুর্ণিশ জানাচ্ছে গোটা বিশ্ব।
টোকিও ২০২০-র অফিশিয়াল টুইটার থেকে রোবটের মশালদৌড়ের একটি ভিডিয়ো শেয়ার করা হয়েছে। টুইটে লেখা, “মশাল বয়ে নিয়ে যেতে সাহায্য করছে একটি রোবট! ২০০৭ সালে গোটো আকিহিতো যখন টয়োটাতে এসেছিল, তখন তাঁর লক্ষ্য ছিল শারীরিক প্রতিবন্ধকতার সাথে মানুষের যে সমস্যাগুলি রয়েছে সেগুলি সমাধান করা।”